বাংলা নিউজ > ভাগ্যলিপি > সাপ্তাহিক ট্যারো রাশিফল: মেষ, বৃষ, মিথুন ও কর্কট রাশির ভাগ্যফল

সাপ্তাহিক ট্যারো রাশিফল: মেষ, বৃষ, মিথুন ও কর্কট রাশির ভাগ্যফল

এই সপ্তাহে ট্যারো অনুযায়ী মেষ বৃষ মিথুন ও কর্কট রাশির ভাগ্যফল।

চলতি সপ্তাহ কেমন কাটবে মেষ, বৃষ, মিথুন ও কর্কট রাশির জাতকদের, জানাচ্ছে ট্যারো।

মেষ (২১ মার্চ - ২০ এপ্রিল)- এ সপ্তাহে কাজ ও স্বাস্থ্যের ওপর মনোনিবেশ করবেন। দীর্ঘ যাত্রা এড়িয়ে চলুন, অসুস্থ হয়ে পড়তে পারেন। মনে দুশ্চিন্তা থাকলে ধ্যান করুন। পরিজনদের সহযোগিতায় আনন্দ উপভোগ করতে পারেন। 

বৃষ (২১ এপ্রিল – ২১ মে)- অর্থের অপব্যয় এড়িয়ে চলুন। জীবনসঙ্গীর আবেগকে গুরুত্ব দিন। জীবনে কঠিন পরিস্থিতির মুখে পড়তে পারেন, তবে ভয় পাবেন না। কারণ শীঘ্র ভালো সময় আসতে চলেছে।

মিথুন (২২ মে - ২১ জুন)- এ সপ্তাহে আপনার প্রভাব, ক্যারিশমা ও সৃজনশীল প্রবৃত্তি শীর্ষে থাকবে। জীবনসঙ্গী, সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যদের সহযোগিতা লাভ করবেন। বাড়িতে সুখ-শান্তি বজায় থাকবে।

কর্কট (২২ জুন – ২২ জুলাই)- জীবসঙ্গী আপনার প্রয়োজনীয়তা অনুভব করবে, তাঁদের সময় দিন। অযথা বিবাদে জড়াবেন না। পরিবারে অবসাদ দেখা দিতে পারে। পড়ুয়াদের পড়াশোনায় রুচি বাড়বে। প্রেমের সম্পর্ক মজবুত হবে। ব্যবসায় লাভ হবে। ব্যবসায় লাভ ও উন্নতির সুযোগ পাবেন।

বন্ধ করুন