বাংলা নিউজ > ভাগ্যলিপি > শনিদেবকে কেন অর্পণ করা হয় সরষের তেল! রয়েছে কোন পৌরাণিক কাহিনী?

শনিদেবকে কেন অর্পণ করা হয় সরষের তেল! রয়েছে কোন পৌরাণিক কাহিনী?

শনিদেবকে কেন অর্পণ করা হয় সরষের তেল

শাস্ত্র অনুযায়ী,শনিদেব সেই সময় প্রবল ভাবে আহত হয়েছিলেন এবং তাঁর সারা শরীরে সেই সময় প্রবল ব্যাথা বেদনা হয়েছিল ৷ সেইসময় হনুমানজি শনিদেবকে সরষের তেল সারা শরীরে লাগিয়ে দিয়েছিলেন ৷

শনি জয়ন্তি ২০২২ : শনি জয়ন্তীর দিন শনি দোষে পীড়িত ব্যক্তিদের জন্য বিশেষ দিন ৷ এই দিন শনিদেবকে প্রসন্ন করার জন্য শাস্ত্রতে বেশ কিছু উপায়ের কথা বলা হয়েছে ৷ জানুন শনিদেব সম্পর্কিত কিছু বিশেষ কথা ৷

শনি দেবের কথা : বৈদিক জ্যোতিষ অনুসারে শনিদেব নবগ্রহের মধ্যে বিশেষ স্থান অধিকার করে আছেন ৷ শনিদেবকে আমরা কর্মফলদাতা বলে জানি ৷ শনিদেব জাতককে তার কর্মফল অনুযায়ী ফল প্রদান করেন ৷ ভাল কাজের জন্য যেমন ভালো ফল প্রাপ্ত দেন ৷ তেমনি খারাপ কাজের জন্য দণ্ড দেন ৷ শনিদেবকে প্রসন্ন করার জন্য ভক্তরা অনেক রকম উপায় করেন ৷ তার মধ্যে অন্যতম শনি দেবকে সরষের তেল প্রদান ৷ শনিদেবেকে সরষের তেল দেওয়া হয় ৷ কিন্তু আপনারা কি জানেন শনিদেব কে কেন সরষের তেল দেওয়া হয় ?

হনুমানজির সঙ্গে শনি দেবের যুদ্ধ : শাস্ত্র অনুসারে কথিত আছে একবার শনিদেব তাঁর নিজের শক্তির জন্য খুব অহংকার করছিলেন ৷ ঠিক সেইসময় হনুমানজি কীর্তি এবং তাঁর বল পরাক্রমের চর্চা সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছিল ৷ সকলেই বজরংবলীর বল এবং সাহসিকতার প্রশংসা করছিল ৷ যখন এই কথা শনিদেব শুনতে পেলেন তখন তিনি হনুমান জি কে যুদ্ধের জন্য আহ্বান করলেন ৷ যখন শনিদেব যুদ্ধের জন্য হনুমানজির কাছে গেলেন তখন ভগবান শ্রীরামের চিন্তায় হনুমানজি মগ্ন ছিলেন ৷ শনিদেব হনুমান দিকে যুদ্ধের জন্য আহ্বান জানালেন ৷ কিন্তু হনুমানজি শনিদেব কে বোঝানোর চেষ্টা করলেন ৷ কিন্তু শনিদেব হনুমানজির কোন কথা শুনলেন না এবং তিনি যুদ্ধের জন্য বারংবার অনুরোধ করতে লাগলেন হনুমানজিকে ৷ তখন দুজনের মধ্যে প্রবল যুদ্ধ হলো ৷ সেই সময় হনুমানজির কাছে শনিদেব পরাস্ত হলেন ৷ হাতে এই বিশেষ চিহ্ন থাকলে শ্বশুরবাড়ি থেকে প্রচুর ধন সম্পত্তির লাভ হবেই!

শাস্ত্র অনুযায়ী,শনিদেব সেই সময় প্রবল ভাবে আহত হয়েছিলেন এবং তাঁর সারা শরীরে সেই সময় প্রবল ব্যাথা বেদনা হয়েছিল ৷ সেইসময় হনুমানজি শনিদেবকে সরষের তেল সারা শরীরে লাগিয়ে দিয়েছিলেন ৷ যার ফলে শনিদেবের আরাম হয়েছিল এবং কিছুক্ষণের মধ্যেই শনিদেবের সমস্ত কষ্ট দূর হয়েছিল , তখন শনিদেব বলেছিলেন যে , কোনও ভক্ত যদি মন থেকে আমায় সরষের তেল দেয় তাহলে তার উপর থেকে সমস্ত সংকট দূর হয়ে যাবে ৷ এরপর থেকেই শনিবার দিন শনিদেব কে সরষের তেল দেয়ার প্রচলন হয় ৷

বন্ধ করুন