বাংলা নিউজ > বাংলার মুখ > Anubrata Mondal: অসুস্থ অনুব্রত মণ্ডল, ভর্তি করা হল তিহার জেল হাসপাতালে

Anubrata Mondal: অসুস্থ অনুব্রত মণ্ডল, ভর্তি করা হল তিহার জেল হাসপাতালে

অনুব্রত মণ্ডল। (ফাইল ছবি)

আগেও জেরা চলাকালীন একাধিকবার অসুস্থ হয়ে পড়েন অনুব্রত। তিহার জেলে থাকাকালীনও তিনি অসুস্থ হয়েছেন। তাকে জিবি পন্থ হাসাপাতলে ভর্তি করানো হয়। অসুস্থতার কারণ দেখিয়ে তিনি একাধিকবার জামিনেরও আবেদন করেন।

শুক্রবার সকালে জেলেই অসুস্থ হয়ে পড়লেন অনুব্রত মণ্ডল। দীর্ঘদিন ধরে তিনি নানা অসুস্থতায় ভুগছিলেন। আদালতে একাধিকবার জানিয়েছেনও সে কথা। এবার তিহার জেলে অসুস্থ হয়ে পড়লেন গরুপাচাল মামলা অভিযুক্ত বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত।

এদিন সকালে অসুস্থ বোধ করতে থাকায় অনুব্রতে দ্রুত জেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আপাতত তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তাঁকে অন্য কোনও হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন আছে কিনা তা খতিয়ে দেখছেন চিকিৎসকরা।

অসুস্থতার জন্য গত ২ মাসে ধরে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমেই শুনানিতে অংংশগ্রহণ করছিলেন অনুব্রত। এ দিনও সে ভাবেই তাঁর শুনানিতে অংশ নেওয়ার কথা। কিন্তু অসুস্থতার কারণে তিনি শুনানি অংশ নেননি। 

এর আগেও জেরা চলাকালীন একাধিকবার অসুস্থ হয়ে পড়েন অনুব্রত। তিহার জেলে থাকাকালীনও তিনি অসুস্থ হয়েছেন। তাকে জিবি পন্থ হাসাপাতলে ভর্তি করানো হয়। অসুস্থতার কারণ দেখিয়ে তিনি একাধিকবার জামিনেরও আবেদন করেন। কিন্তু আদালত তাতে না করে দেয়। ফলে তাঁকে জেলেই কাটাতে হচ্ছে।

(পড়তে পারেন। আপাতত সুস্থ সূর্যকান্ত, অল্পদিনেই ছাড়া পাবেন হাসপাতাল থেকে)

বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ জেলা সভাপতি আগে থেকে বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট সমস্যা রয়েছে। হার্টে ৭৫ শতাংশ ব্লকেজ। লিভার খারাপ এমন কি দুবেলা ইনসুলিন নিতে হয়।

জেল সূত্রে খবর, শুক্রবার সকালে ফের শ্বাসকষ্টের সমস্যা দেখা অনুব্রতর। বুকে ব্যথা রয়েছে। দ্রুত তাঁকে জেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে নজরে রেখেছেন।

(পড়তে পারেন। ‘‌দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে প্রধান পদ থেকে তাড়িয়ে দেব’‌, হুঁশিয়ারি সওকত মোল্লার সওকতের)

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

‘সমাজের অপূরণীয় ক্ষতি হল’, ‘ভালো মানুষ’ রতন টাটার প্রয়াণে শোকস্তব্ধ মোদী ও মমতা প্রয়াত রতন টাটা! তাঁর সম্পর্কে এই ১০টি তথ্য জানলে শ্রদ্ধা অনেকটাই বেড়ে যাবে যুগেব অবসান কর্পোরেট জগতে, প্রয়াত রতন টাটা, চিরকাল থেকে যাবেন ‘রতন’ হয়েই ‘এই প্রথম দুর্গাপূজা.... ষষ্ঠীর দিন নতুন জামা পরলাম না’, কথা রাখলেন সুদীপ্তা শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে পয়েন্ট তালিকার সেরা দুইয়ে ভারত, চওড়া হল সেমির রাস্তা ৬১-তে পা দিলেন শিলাজিৎ, হইচই করে জন্মদিন পালন ৬৫-তে এসে চতুর্থবার বিয়ের পিঁড়িতে সঞ্জয় দত্ত, মান্য়তাকে 'ভুলে' কার হাত ধরলেন? আজ থেকে বক্রী গুরু, ভাগ্য হবে বিমুখ, ৪ রাশির এই ১১৯ দিন কাটবে দুঃস্বপ্নের মতো সরকারি হাসপাতালগুলির নিরাপত্তায় বাড়তি জোর, ইলেকট্রিক সাইকেলে কলকাতা পুলিশ ষষ্ঠীর সাজে ঝলমলে কাজল, গল্প জুড়লেন বোনের সঙ্গে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.