অবৈধ যানবাহনের দাপটের বিরুদ্ধে তিনদিনের সুন্দরবন ও ডায়মন্ড হারবার ধর্মঘটের ডাক দিয়েছে এলাকার সমস্ত বাস ও মিনিবাস সংগঠন। আজ সোমবার সকাল থেকে শুরু হয়েছে এই ধর্মঘট। যার জেরে বেহাল যাত্রী পরিবষেবা। সপ্তাহের প্রথম দিন বাস-মিনিবাস না পেয়ে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের।
অবৈধ যানবাহন বন্ধ-সহ একগুচ্ছ দাবিতে তিনদিন ধর্মঘটের ডাক দিয়েছে জয়েন্ট কমিটি অফ বাস অপারেটরস অ্যাসোসিয়েশনের দক্ষিণ ২৪ পরগনা শাখা। তাদের এই ধর্মঘটে সকাল থেকেই রাস্তায় মেলেনি বাস-মিনিবাস। ফলে চরম ভোগান্তির মধ্যে পড়েন যাত্রীরা।
কলকাতার সঙ্গে সংযোগকারী ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, বকখালি, পাথরপ্রতিমা, রায়দিঘিতে প্রায় হাজারের কাছাকাছি বেসরকারি বাস চলে। কোনও সমাধান সূত্র না বেরোলে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে বলে মনে করেছেন যাত্রীরা।
সোমবার সকালেই তার নমুনা চোখে পড়েছে। বাসস্ট্যান্ডে যাত্রীরা ভিড় করলেও তাদের অনেকেই হতাশ হয়ে বাড়ি ফিরতে হয়। কেউ কেউ বেশি ভাড়া দিয়ে অন্য গাড়ি করে গন্তব্যের দিকে রওনা দেন।
(পড়তে পারেন। বৃষ্টির ঘাটতিতে ব্যাহত ধানচাষ, বিকল্প ফসলে সমাধান খুঁজছে রাজ্য)
বাস সংগঠনের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ গাড়ি চলছে। এর ফলে লোকসানের মুখে পড়তে হচ্ছে তাদের। প্রশাসন এবং আরটিও-কে জানিয়েও কোন সমাধান হয়নি। সুন্দরবন জেলা বাস-মিনিবাস সংগঠনের সভাপতি রইচ মোল্লা জানিয়েছেন, অবিলম্বের অবৈধ গাড়ি বন্ধ করা না হলে তারা বাস বন্ধ করে লাগাতার আন্দোলনের পথে যাবেন।
স্থানীয় আরটিও আধিকারিকের দাবি, মাঝে মাঝেই তাঁরা এধরনের অবৈধ ছোট গাড়ির বিরুদ্ধে অভিযান চালান তাঁরা। কিন্তু অভিযান বন্ধ হলে কিছদিন পর আবার ওই গাড়িগুলি চলতে শুরু করে।