আজ দেশের স্বাধীনতার ৭৫ বছর। প্রত্যেক রাজ্যে তা সাড়ম্বরে পালিত হচ্ছে। কিন্তু এই আনন্দের দিনেও নেমে এল বিষাদ। কারণ জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলেন বাংলার এক যুবক। তার জেরে মৃত্যু হল ওই যুবকের। সোমবার এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে আসানসোল উত্তর থানার কল্যাণপুর হাউসিংয়ে।
ঠিক কী ঘটেছে আসানসোলে? স্থানীয় সূত্রে খবর, আজ, সোমবার দুপুরে কল্যাণপুর হাউসিংয়ের ছাদে পতাকা তুলছিলেন সৌমিক দত্ত (২২)। তিনি জাতীয় পতাকা তোলার পর লোহার তার দিয়ে বাঁধছিলেন। তখনই লোহার তার হাউসিংয়ের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে স্পর্শ করে। তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হন সৌমিক। মুহূর্তে অজ্ঞান হয়ে পড়েন। এই পরিস্থিতিতে পরিবারের সদস্যরা সৌমিককে নিয়ে আসানসোল জেলা হাসপাতালে যান। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আর কী জানা যাচ্ছে? রাজ্যে একাধিক জায়গায় সম্প্রতি বিদ্যুৎস্পৃষ্ঠের ঘটনা ঘটে। তাতে অনেকেই প্রাণ হারিয়েছেন। বর্ষার সময়ে এমন ঘটনা বেশি ঘটে। আজও সকাল থেকে অবিরাম বৃষ্টি পড়েছে। তার মধ্যেই ছাদে গিয়ে পতাকা উত্তোলন করছিলেন এই যুবক সৌমিক। এই কাজটি করার পর লোহার তারের সঙ্গে আবাসনের বিদ্যুতের তারের সংযোগ ঘটে যাওয়াতেই বিপত্তি ঘটল।
ঠিক কী বলছেন কাউন্সিলর? এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বাধীনতা দিবসের দিন এমন ঘটনা ঘটবে তা কেউ কল্পনাও করতে পারেননি। ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়ার কথা ছিল সৌমিক দত্তের। এই ঘটনায় স্থানীয় কাউন্সিলর অনির্বাণ দাস বলেন, ‘বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে প্রচার করা হয় বর্ষার সময় সাবধানে থাকতে। এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা।’