বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Firhad Hakim: ‘‌জীবনে অনৈতিক কাজ করিনি, প্রমাণ হলে নিজেকে মৃত্যুদণ্ড দেব’‌, সোচ্চার ফিরহাদ

Firhad Hakim: ‘‌জীবনে অনৈতিক কাজ করিনি, প্রমাণ হলে নিজেকে মৃত্যুদণ্ড দেব’‌, সোচ্চার ফিরহাদ

ফিরহাদ হাকিম।

২০২২ সালে রাজ্য–রাজনীতিতে দুটি বড় ঘটনা ঘটেছে। এক, এসএসসি দুর্নীতি নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। দুই, গরুপাচার পাচার মামলায় বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। এমনকী সম্পত্তি বৃদ্ধি মামলায় কলকাতা হাইকোর্ট ইডি–কে পার্টি করেছে।

আজ, সোমবার স্বাধীনতা দিবসে নয়াদিল্লির লালকেল্লা থেকে দেশবাসীর উদ্দেশে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পর নাম না করে দুর্নীতি নিয়ে তীব্র আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রীর মন্তব্য দু’‌একটি রাজ্যকে লক্ষ্য করেই বলে মনে করা হচ্ছে। এরপরই স্বাধীনতা দিবসে বক্তব্য রাখতে গিয়ে তাৎপর্যমূলক মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। যা নিয়ে ফের চর্চা শুরু হয়েছে।

ঠিক কী বলেছেন মেয়র?‌ এখন রাজ্যের নেতা–মন্ত্রীদের পিছনে ইডি–সিবিআই লাগিয়ে দেওয়া হচ্ছে। এই বিষয়ে ফিরহাদ এদিন বলেন, ‘‌ভুয়ো মামলা দিয়ে হেনস্থা করা হচ্ছে। মামলা করছে সিপিআইএম। আর লুফে নিচ্ছে বিজেপি। জীবনে কখনও অনৈতিক কাজ করিনি, করবও না। যদি কখনও প্রমাণ হয়, আমি কোনওভাবে অনৈতিক কাজের সঙ্গে যুক্ত, তাহলে ইডি–সিবিআইকে নয়, আমি আমাকে নিজেকে মৃত্যুদণ্ড দেব। আমাদের সবাইকে অপমান করা হচ্ছে। এই চক্রান্তের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে।’‌ এই মন্তব্য নিয়েই এখন জোর চর্চা শুরু হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালে রাজ্য–রাজনীতিতে দুটি বড় ঘটনা ঘটেছে। এক, এসএসসি দুর্নীতি নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। দুই, গরুপাচার পাচার মামলায় বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। এমনকী সম্পত্তি বৃদ্ধি মামলায় কলকাতা হাইকোর্ট ইডি–কে পার্টি করেছে। সেখানে একাধিক তৃণমূল কংগ্রেসের নাম যুক্ত করা হয়েছে। তাতেই বিজেপি রে রে করে নেমে পড়েছে।

বিষয়টি ঠিক কী ঘটেছে?‌ আজ, স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘‌সুযোগ অনেক আছে। মর্যাদাও অনেক আছে। আছে মুশকিলও। অনেক কিছু নিয়েই বলার থাকে। তবে, এই সময়ে দাঁড়িয়ে, আজকে আমি দুটি বিষয় এখানে বলব। একটি হল দুর্নীতি। অপরটি ভাতিজাবাদ, পরিবারবাদ। একদিকে কিছু মানুষ আছেন, যাঁদের কাছে বাসস্থানটুকু নেই। আবার অন্যদিকে এমন লোক আছেন, যাঁদের চুরি করা দ্রব্য রাখার জায়গা নেই। দুর্নীতির বিরুদ্ধে পুরো শক্তি নিয়ে লড়তে হবে।’‌ আগে ফিরহাদ বলেছিলেন, জেলে যেতে ভয় নেই। সামাজিক সম্মান নষ্ট হওয়ার ভয় আছে।

বন্ধ করুন