বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Electricity bills: অস্বাভাবিক বিদ্যুতের বিল নাজেহাল গ্রাহকরা, চুপি চুপি মাসুল বৃদ্ধি,দাবি শুভেন্দুর

Electricity bills: অস্বাভাবিক বিদ্যুতের বিল নাজেহাল গ্রাহকরা, চুপি চুপি মাসুল বৃদ্ধি,দাবি শুভেন্দুর

রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার এলাকায় বহু গ্রাহকের বিদ্যুতের বিল চোখ কপালে ওঠার মতো। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

যদিও বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের দাবি, বিদ্যুতের মাসুল বাড়ানোর হয় নি। নিয়ম মাফিক সরকারি হোক বা বেসরকারি, কোনও সংস্থাকে বিদ্যুতের মাসুল বাড়াতে গেলে রাজ্য বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনের অনুমতি নিতে হয়।

রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার এলাকায় বহু গ্রাহকের বিদ্যুতের বিল চোখ কপালে ওঠার মতো। কারণ গত বছর এই সময়ে বিল যা বিল এসেছিল তার তুলনায় গত মাসের বিল অনেকটাই অস্বাভাবিক। কারণ বুঝতে পারছেন কেউ। সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি (অ্যাবেকা)-র দাবি 'চুপিসাড়ে' বিল বাড়ানো হয়েছে। এই প্রতিবাদের আন্দোলনেও নামছে তারা। তাদের এই অন্দোলনকে সমর্থন জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

যদিও বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের দাবি, বিদ্যুতের মাসুল বাড়ানোর হয়নি। নিয়ম মাফিক সরকারি হোক বা বেসরকারি, কোনও সংস্থাকে বিদ্যুতের মাসুল বাড়াতে গেলে রাজ্য বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনের অনুমতি নিতে হয়। আনন্দবাজারে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, কমিশনের অনুমতি নিয়ে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার বিদ্যুৎ সংযোগের স্থায়ী চার্জ সামান্য হলেও বেড়েছে। বিদ্যুৎ ব্যবহার না করলেন যে নুন্যতম একটি চার্জ নেওয়া হতো, তা খানিকটা বেড়েছে।

(পড়তে পারেন। সল্টলেকে ট্রাফিক ব্যবস্থা ঠিক রাখতে রাস্তা সারাতে হবে, বিধাননগর পুলিশ বলল পুরসভাকে)

শুভেন্দু অধিকারী রাজ্য সরকারকে নিশানা করে লিখেছেন, 'পকেট মার হইতে সাবধান! বিদ্যুৎ গ্রাহক সমিতির প্রতিবাদ আন্দোলন আমার পূর্ণ সমর্থন রয়েছে।...চুপি চুপি বিভিন্ন খাতে দাম বাড়িয়ে বিদ্যুতের বিল ব্যাপক ভাবে বাড়িয়ে দিচ্ছে সরকার।' এ নিয়ে তিনি বিধানসভার ভিতরে বাইরে প্রতিবাদ জানিয়েছিলেন।

অ্যাবেকা-র সাধারণ সম্পাদক সুব্রত বিশ্বাসের বলেন,'ফিক্সড চার্জ বিদ্যুৎ বৃদ্ধির ফলে ছোট ব্যবসায়ী, ক্ষুদ্র শিল্প সংস্থা সমস্যার মধ্যে পড়ছে। ফলে অনেকে বিদ্যুৎ সংযোগ ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন।'

তবে বিদ্যুৎ বণ্টন সংস্থার দাবি অন্য। তাদের মতে অত্যাধিক গরমে বিদ্যুতের চাহিদা বেড়েছে। সে কারণেই বেড়েছে বিল। কিন্তু গ্রাহকদের প্রশ্ন, তার জন্য বিল কয়েক হাজার টাকা আসবে কেন? সদুত্তর চেয়েই আন্দোলনে নামছে অ্যাবেকা।

 

বন্ধ করুন