বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ফারাক্কা ব্যারেজের কাছে বিপত্তি, চলন্ত মালগাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে গেল বগি

ফারাক্কা ব্যারেজের কাছে বিপত্তি, চলন্ত মালগাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে গেল বগি

মালগাড়ি দুর্ঘটনা। প্রতীকী ছবি (ANI)

এদিন সকাল পৌনে সাতটা নাগাদ আচমকা মালগাড়ির বগি খুলে যায়। পিছনের দিকের তিনটি বগি মালগাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মূলত কাপলিং খুলে যাওয়ার ফলেই এই বিপত্তি ঘটে। মালগাড়িটি মালদহের দিকে যাচ্ছিল। খবর পেয়ে সেখানে তড়িঘড়ি ছুটে আসেন রেলের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা।

চলন্ত মালগাড়ি থেকে খুলে গেল বগি। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের ফারাক্কায়। এর জেরে মারাত্মক কিছু না ঘটলেও বেশ কিছুক্ষণ রেল লাইনে দাঁড়িয়ে থাকে মালগাড়িটি। এদিন ফারাক্কা ব্যারেজের উপরে রেললাইনে উঠতেই এই বিপত্তি ঘটে। তড়িঘড়ি রেলের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে এসে খুলে যাওয়া বগিগুলি মালগাড়ির যুক্ত করে দিলে আবার ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন: ফের ট্রেন দুর্ঘটনা ওড়িশায়! এবার মালগাড়ির চাকায় পিষে মৃত্যু ৪ শ্রমিকের

রেল ও স্থানীয় সূত্রে জানা, এদিন সকাল পৌনে সাতটা নাগাদ আচমকা মালগাড়ির বগি খুলে যায়। পিছনের দিকের তিনটি বগি মালগাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মূলত কাপলিং খুলে যাওয়ার ফলেই এই বিপত্তি ঘটে। মালগাড়িটি মালদহের দিকে যাচ্ছিল। খবর পেয়ে সেখানে তড়িঘড়ি ছুটে আসেন রেলের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা। সেখানে তাঁরা সমস্যা পরীক্ষা করে দেখার পর মালগাড়ির বগিগুলি সংযুক্ত করেন। এরপর খুব অল্প সময়ের মধ্যেই মালগাড়িটি সেখান থেকে রওনা দেয়। এই ঘটনার জেরে ওই লাইনে সাময়িক রেল চলাচল ব্যহত হয়। পরে মালগাড়িটির বগিগুলি সংযুক্ত করা হলে পুনরায় স্বাভাবিক হয় রেল চলাচল। যদিও এর ফলে অন্যান্য ট্রেন চলাচলে কতটা প্রভাব পড়েছে সে বিষয়ে রেলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীদের দাবি, এদিন সকালে মালগাড়িটি চলার সময় আচমকা তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে মালগাড়ি কিছুটা দূরে গিয়ে থামে। এদিকে, ইঞ্জিন ছাড়া বগি তিনটিও লাইন ধরে বেশ কিছুটা এগিয়ে যায়। সেক্ষেত্রে দুর্ঘটনার সম্ভাবনা ছিল আশঙ্কা স্থানীয়দের। তবে খবর পেয়েই রেলের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা দ্রুত সেখানে ছুটে আসেন। তাঁরা বগি তিনটি মাল গাড়ির সঙ্গে জুড়ে দেন। তখন মালগাড়িটি আবার চলতে শুরু করে।

প্রসঙ্গত, কয়েকদিন আগে মুর্শিদাবাদে ফারাক্কা ব্যারেজের উপর মালবাহী একটি ট্রাক রেললাইনের ওপর উঠে পড়েছিল। ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে যাচ্ছিল ওই ট্রাক। সেটি প্রথমে নিয়ন্ত্রক হারিয়ে একটি অ্যাম্বুলেন্সে ধাক্কা মারে। এরপর ফারাক্কা ব্রিজের গার্ডারে গিয়ে ধাক্কা মারে ট্রাকটি। সেই সময় তিস্তা তোর্সা এক্সপ্রেস মালদহ থেকে নয় ফারাক্কা স্টেশনে আসছিল। দুই যাত্রী আহত হয়েছিলেন। পরে তিস্তা তোর্সা এক্সপ্রেস দাঁড়িয়ে যায়। যদিও এই ঘটনায় বড় রকমের কোন বিপত্তি ঘটেনি। তারই মধ্যে ফের এবার খুলে গেল মালগাড়ির বগি।

বাংলার মুখ খবর

Latest News

মহিলা যাত্রীকে চড় মেরে গ্রেফতার অটো চালক! তবুও কারও কারও সহানুভূতি পাচ্ছেন তিনি বিষ্ণুর জোড়া অবতারে ধরা দেবেন রণবীর! রামায়ণে কোন চরিত্রে দেখা মিলবে অমিতাভের? Live: ' CMদেড় ঘণ্টা ধরে অপেক্ষা করছেন, এরও একটা লিমিট আছে', মুখ্যসচিব ‘ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই কিন্তু…’ মনের কথা জানিয়ে দিলেন বাংলাদেশের ইউনুস পাহাড়-ঝর্না আবার জঙ্গলের স্বাদ অল্প মূল্যে একসঙ্গে চান? ঘুরে আসুন রাঁচি গম্ভীরের পরিবর্তে KKR-এ মেন্টর হবেন পন্টিং? কী ইঙ্গিত দিলেন প্রাক্তন অজি অধিনায়ক শৌচালয়ের দেখভালও করতে পারে না! পূর্ত দফতরের ভূমিকায় ক্ষুব্ধ আদালত ডেনমার্কের মাটিতে বলিউডি গানে তুমুল নাচ ভারতীয়র, কী বলছেন বিদেশিরা? 'উৎসবে না', এদিকে খোঁপায় ফুল লাগিয়ে চুপিচুপি পুজোর শপিংয়ে গেলেন সোহিনী?সত্যি? উপরাষ্ট্রপতিকে পদত্যাগপত্র দিলেন জহর সরকার, রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের শক্তি কমল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.