পঞ্চায়েত ভোট এখনও শুরু হয়নি। সবেমাত্র মনোনয়ন পত্র দেওয়া শুরু হয়েছে। আর সেই মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে একাধিক এলাকা। বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর পাওয়া যাচ্ছে। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের ডোমকলে। বাম প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ায় বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই নিয়ে ধুন্ধুমার বাঁধে। বিডিও অফিস চত্ত্বর ঘিরে রাখে তৃণমূল। বাম কর্মী সমর্থকদের ওপর চড়াও হয় তৃণমূল কর্মী সমর্থকরা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় বিডিও অফিস চত্বরে।
শনিবার মনোনয়ন পত্র জমা দেওয়ার দ্বিতীয় দিনে বাম-তৃণমূল সংঘর্ষে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় ওই এলাকায়। ঘটনাস্থলে ডোমকল থানার পুলিশবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মনোনয়নকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই বিডিও অফিস চত্বরে জমায়েত করতে শুরু করে তৃণমূল কর্মী সমর্থকরা। এরপর সকাল ১১ টা নাগাদ বাম কর্মী সমর্থকরা সেখানে পৌঁছলে তাদের প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দেয় তৃণমূল। শুধু বাম নয় কংগ্রেস প্রার্থীদেরও মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় তাঁরা জোর করে মনোনয়ন জমা দিতে গেলেই ঘটে বিপত্তি। শুরু হয় দুপক্ষের মারামারি। এক ব্যক্তিকে লাঠি দিয়ে মারধর করা হয়। ঘটনাস্থলে পুলিশ থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরে আরও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অন্যদিকে, বীরভূমের লাভপুরে বিজেপি কর্মীদের উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। মনোনয়ন জমা দেওয়ার কেন্দ্র করে উত্তেজনা লাভপুরে। বিজেপি কর্মীদের মনোনয়ন পত্র জমা দেওয়ায় বাধা দেওয়ার অভিযোগ ওঠে। তাঁরা মনোনয়ন জমা দিতে গেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এর জেরে এক বিজেপি কর্মীর হাত ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে তারা মারধর করার অভিযোগ তুলেছে। এছাড়াও, আসানসোলের বারাবনি বিডিও অফিসে মনোনয়ন পত্র জমা দেওয়ায় বাম প্রার্থীদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে। বাম প্রার্থীদের ব্যাপক মারধর করা হয়। অভিযোগের তীর তৃণমূলের দিকে। পুলিশের উপস্থিতিতেই লাঠি, বাঁশ দিয়ে আক্রমণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।