বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > TMC inner clash: '২০০ বার বলেছে রেপ করে দেব', শহিদ দিবসেই ‘ঝামেলা’ আদি ও নব্য তৃণমূলের

TMC inner clash: '২০০ বার বলেছে রেপ করে দেব', শহিদ দিবসেই ‘ঝামেলা’ আদি ও নব্য তৃণমূলের

কুলটিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

কুলটি গ্রাম পঞ্চায়েতের চৌধুরীচক এলাকায় এই ঘটনা ঘটেছে। অভিযোগ, গতকাল একুশে জুলাই উপলক্ষে সভায় যোগ দিয়েছিলেন গ্রামের আদি তৃণমূল কর্মী সমর্থকরা। বাড়ি ফেরার পরেই ঘটে বিপত্তি। আদি তৃণমূল কর্মী সমর্থকরা বাড়ি ফেরার সময় তাঁদের উপর চড়াও হয় কয়েকজন দুষ্কৃতী। তাঁরাও তৃণমূল কর্মী সমর্থক বলে অভিযোগ।

হাওড়ার পাঁচলা এবং মালদার ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। তারইমধ্যে তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার হাড়োয়ার কুলটি গ্রাম পঞ্চায়েত। মহিলাদের ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। এছাড়াও, মহিলাদের শ্লীলতাহানি মারধর করার পাশাপাশি বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। মূলত তৃণমূলের আদি ও নব্য গোষ্ঠীর মধ্যে কোন্দলের জেরেই এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: মুর্শিদাবাদে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ধুন্ধুমার, জখম ১০

জানা গিয়েছে, কুলটি গ্রাম পঞ্চায়েতের চৌধুরীচক এলাকায় এই ঘটনা ঘটেছে। দাবি, গতকাল একুশে জুলাই উপলক্ষে সভায় যোগ দিয়েছিলেন গ্রামের আদি তৃণমূল কর্মী-সমর্থকরা। বাড়ি ফেরার পরেই ঘটে বিপত্তি। আদি তৃণমূল কর্মী-সমর্থকরা বাড়ি ফেরার সময় তাঁদের উপর চড়াও হয় কয়েকজন দুষ্কৃতী। তাঁরাও তৃণমূল কর্মী সমর্থক বলে অভিযোগ। এরপরেই আদি তৃণমূলের কর্মীদের বাড়ি ভাঙচুর করা হয়। বাড়ির মহিলাদেরও ছাড়া হয়নি। এক তৃণমূল কর্মীর স্ত্রী'র চুলের মুঠি ধরে মারধর করার পাশাপাশি তাঁর শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মূলত এলাকা দখলকে কেন্দ্র করে সেখানে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছে। পঞ্চায়েত ভোট পর্বে সেই দ্বন্দ্ব প্রকট হয়। এদিন কেন তাঁরা একুশের সমাবেশে গিয়েছিল? এই প্রশ্ন তুলে মারধর করা হয় বলে অভিযোগ। যদিও তৃণমূল নেতৃত্ব এই ঘটনাকে গোষ্ঠীদ্বন্দ্ব বলতে নারাজ। তাঁদের বক্তব্য, সিপিএম ও বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের উপর হামলা চালিয়েছে। যদিও সিপিএম দাবি করেছে, সেখানে সিপিএমের কোনও কর্মী সমর্থক নেই। আসলে তৃণমূল নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।  

আক্রান্ত তৃণমূল কর্মীর স্ত্রীও অভিযুক্তদের দলেরই লোক বলে দাবি করেছেন। তৃণমূল কর্মীর স্ত্রী বলেন, ‘ওরা আমার ওপর অকথ্য অত্যাচার করেছে। আমার চুলের মুঠি ধরে মারধর করেছে। আমার কান ছিঁড়ে দিয়েছে। প্রায় ২০০ বার তারা বলেছে আমাকে রেপ করে দেবে। এটা বলা মানে রেপের চেয়ে বড় কিছু নয়। এটি রেপ করারই সমান।’ 

তিনি বলেন, ‘কয়েকজন তৃণমূল কর্মী আমার স্বামীকে মারছিল। আমি তাদের আটকাতে গিয়েছিলাম। তাদের ছেড়ে দেওয়ার জন্য আবেদন জানাই। কিন্তু তারা ছাড়েনি। উলটে আমাকে মারধর করে। তৃণমূল প্রার্থী বাপ্পা মণ্ডলের সাঙ্গপাঙ্গরা এদিন আমরা ওপর হামলা চালিয়েছে।’  

তিনি বলেন, ‘আমরা আগে থেকেই তৃণমূল করি যারা মেরেছে তারাও তৃণমূল কর্মী-সমর্থক।’ তাঁর দাবি, অভিযুক্তদের অবিলম্বে পায়ে ধরে ক্ষমা চাইতে হবে।এই ঘটনায় ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনায় এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।

বাংলার মুখ খবর

Latest News

রোহিত, কোহলি নয়, ঋষভই পথ দেখিয়েছেন সজীব উইকেটে, অকপট অশ্বিন অপেক্ষার অবসান, অবশেষে শুরু দেবের রঘু ডাকাতের প্রস্তুতি! কবে থেকে হবে শ্যুটিং? রাজ্যের কথায় আন্দোলনের মোড় বদল ডাক্তারদের? দাবি RG কর দুর্নীতি মামলার আইনজীবীর কল্যাণী এইমসে চাকরির আশায় বিজেপির অন্দরে ঠাই ঠাই, ভাঙচুর হল বিধায়কের গাড়ি প্রিয়জনকে পাঠান দুর্গাপুজোর শুভেচ্ছাবার্তা, আপনার বার্তা মুখে হাসি ফোটাবে সকলের সন্দীপকে নিয়ে বড় ঘোষণা সরকারের, আরজি করের প্রাক্তন অধ্যক্ষের পকেটে পড়ল চাপ পুজোর অষ্টমীতে লুচির সঙ্গে খান পনিরের এই পদ, রাখতে পারেন ভোগের থালাতেও দুর্গাপুজোয় বাংলাদেশের ইলিশ আসবে ভারতে? এখনও আশা আছে, ‘অন্য দেশের কথা…’ ‘হম কিসিসে কম নেহি’, দলীপে দাপুটে শতরান করে নির্বাচকদের চাপ বাড়ালেন স্যামসন শ্রীলেখা 'শিরি লেখা',উন্মেষ ‘উনি মেষ’!নাম বিকৃত করে তারকাদের বিদ্রুপ TMC নেত্রীর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.