লোকসভা নির্বাচনে টিকিট না পেয়ে দল বদল করে আবার বিজেপিতে যোগ দিয়েছেন বারাকপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ অর্জুন সিং। তবে বিজেপি তাঁকে ফেরায়নি। বিজেপির হয়ে এবার বারাকপুর থেকেই লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করছেন অর্জুন। ইতিমধ্যে প্রচারে নেমে পড়েছেন বিজেপি প্রার্থী। সেই ফাঁকে দোলের রাতে সিপিএমের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন সাংসদ তড়িৎবরণ তোপদারের বাড়িতে গেলেন অর্জুন সিং। দলবদলু নেতা অর্জুন সিং লোকসভা ভোটের মুখে কেন গেলেন সিপিএম নেতার বাড়িতে? তাই নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে এর পিছনে কী কারণ সে বিষয়টি নিজেই স্পষ্ট করেছেন অর্জুন সিং।
আরও পড়ুনঃ ‘TMC-তে যোগ দিয়ে ওর সম্পর্কে ধারণাই বদলে গেল’, অভিষেককে নিয়ে বিস্ফোরক অর্জুন
সিপিএমের প্রাক্তন সাংসদ তড়িৎবরণ তোপদার একসময় বারাকপুরের দাপুটে নেতা ছিলেন। তাঁর সময় বারাকপুরে সিপিএমের দাপট ভালোই ছিল। তবে বর্তমানে এখানে সিপিএমের দাপট নেই ফলে বর্ষীয়ান এই নেতার হাকডাকও কম। তবে বিরোধী দলের নেতাদের সঙ্গে ভালোই সম্পর্ক রয়েছে তড়িৎবরণ তোপদারের। ফলে তাঁর বাড়িতে বিরোধী দলের নেতাদের আগমন লেগেই থাকে। সেরকমই অর্জুন সিংহ বেশ কয়েকবার এই বর্ষীয়ান নেতার বাড়িতে গিয়ে দেখা করেছেন। এবারও সেরকমই দেখা করলেন অর্জুন সিং।লোকসভা ভোটের জন্য আশীর্বাদ নেওয়ার জন্য সিপিএম নেতার বাড়ি গিয়েছিলেন বলে দাবি করেছেন বিজেপি প্রার্থী।
অর্জুন সিং বলেন, ‘এর আগের বারও ভোটের আগে আমি তড়িৎ বাবুর বাড়িতে এসেছিলাম আশীর্বাদ নিতে। তাই এবারও ওঁর আশীর্বাদ নিতে এসেছি। ওই নেতার আশীর্বাদ ছাড়া বারাকপুরে অনেক কিছুই হয় না। উনি আমার একজন অভিভাবকের মতো। তাই ওঁর কাছে আমি আশীর্বাদ নিয়েছি, যাতে লোকসভা নির্বাচনে এবারও জয়ী হতে পারি।’
প্রসঙ্গত, কয়েকদিন আগে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক সিপিএমের তড়িৎবরণ তোপদারের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন। সঙ্গে ছিলেন তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীও। এদিন পার্থর সাক্ষাৎ প্রসঙ্গে অর্জুন বলেন, ‘কেউ এসেছে কিনা তাতে আর কিছু বলার নেই। তবে আমি এসেছি আমার অভিভাবকের কাছে আশীর্বাদ নিতে।’
এবারও নির্বাচনে বারাকপুর কেন্দ্রে জয়ী হবেন বলেই আশাবাদী অর্জুন সিং। তিনি দাবি করেছেন, ২০২৪ সালের নির্বাচনে গতবারের লোকসভার থেকেও অনেক বেশি ভোট পাবেন এবং তৃণমূল প্রার্থীকে অনেক বেশি ভোটের ব্যবধানে হারাবেন।