শুভব্রত মুখার্জি:- ক্রিকেট বিশ্বের নবতম ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগের অন্যতম আইএল টি-২০। সংযুক্ত আরব আমিরশাহির এই ঘরোয়া টি-২০ লিগের হাত ধরে উঠে এসেছেন একাধিক ক্রিকেটার। যার সুফল এবার পেল আমিরশাহি। ২০২৫ সালের আসন্ন এশিয়া কাপ ক্রিকেটে কোয়ালিফাই করল আমিরশাহি। নয় বছর পরে এশিয়া কাপের মূলপর্বে খেলার সুযোগ পেল আমিরশাহি। এসিসি মেন্স প্রিমিয়ার লিগের ফাইনাল ছিল এই রবিবার। মুখোমুখি হয়েছিল আমিরশাহি এবং ওমান। সেখানে ওমানকে হারিয়ে এশিয়া কাপের যোগ্যতা অর্জন করল আমিরশাহি।
আমিরশাহি অধিনায়ক মহম্মদ ওয়াসিম, নবীন ব্যাটার আলিশান শারাফু, পেসার জুনেইদ সিদ্দিকী এ দিন বেশ ভালো পারফরম্যান্স করেন। তাদের পারফরম্যান্সে ভর করেই এশিয়া কাপের মূলপর্বের যোগ্যতা অর্জন করেছে আমিরশাহি। মাত্র ৫৬ বলে অনবদ্য আক্রমণাত্মক একটি শতরান করেন মহম্মদ ওয়াসিম। তাঁকে যোগ্য সঙ্গত দেন ওপেনিং পার্টনার আলিশান শারাফু। তিনি ৩৪ রান করেন। ওপেনিং জুটিতে ওঠে ৯৪ রান। ফলে নির্ধারিত ওভারে ২০৪ রান করে আমিরশাহি।
আরও পড়ুন… সবটাই TRP পাওয়ার জন্য করত- কোহলির সঙ্গে নিজের খারাপ সম্পর্কের জন্য মিডিয়াকেই দায়ী করলেন গম্ভীর
জবাবে রান তাড়া করতে নেমে ওমান সমস্যায় পড়ে যায় জুনেইদ সিদ্দিকীর বোলিংয়ের সামনে। জুনেইদকে যোগ্য সঙ্গত দেন আয়ান আফজল খান। জুনেইদ সিদ্দিকী ৩৮ রান দিয়ে নেন তিনটি উইকেট। পাশাপাশি আয়ান আফজল খান ২৯ রান দিয়ে নেন দুটি উইকেট। ফলে রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৯ রানে আটকে যায় ওমান। টুর্নামেন্টের শুরুর দিকে ওমানের কাছেই হেরেছিল আমিরশাহি। ফাইনালে তারা সেই হারের বদলা নিল। অন্যদিকে ৬ ইনিংসে ২৭৮ রান করেন আলিশান শারাফু। ফলে ২১ বছর বয়সি ব্যাটার টুর্নামেন্টের সবোর্চ্চ রান সংগ্রাহকও হলেন।
আরও পড়ুন… ইস্টবেঙ্গলের টার্গেটে প্রীতম কোটাল! মোহনবাগানের ‘ঘরের ছেলে’ কি লাল হলুদে নাম লেখাবেন?
এই বছরেই শারজা ওয়ারিয়র্স আইএল টি-২০'তে প্লে অফে গিয়েছিল। যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আলিশান শারাফুর। তিনি এই ফর্ম ধরে রাখলেন এশিয়া কাপ কোয়ালিফায়ারেও। অধিনায়ক মহম্মদ ওয়াসিম তাঁর ওপেনিং পার্টনারের থেকে মাত্র নয় রান কম করেছেন। আইএল টি-২০'তে এই বছর চ্যাম্পিয়ন হয়েছিল এম আই এমিরেটস। তাদের হয়ে ও বেশ ভালো ফর্মে ছিলেন মহম্মদ ওয়াসিম। সেই ফর্ম তিনি ও ধরে রাখলেন এসিসি প্রিমিয়ার কাপে। শেষ পর্যন্ত ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগের ফর্ম ধরে রেখে দেশকে এশিয়া কাপের যোগ্যতা অর্জন করালেন আমিরশাহির তারকারা।