টোটোর দাপাদাপিতে জেরবার বহরমপুর শহর। অতিরিক্ত টোটোয় চলায় নাজেহাল শহরবাসী। রাস্তায় নিত্য যানজট লেগে রয়েছে। বাড়ছে দুর্ঘনার সংখ্যা। তাই এবার টোটো নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা করল বহরমপুর পুরসভা। জেলা প্রশাসনের সঙ্গে হাত মালিয়ে এই টোটো দাপট সামলাতে উদ্যোগী হল পুরসভা।
পুরসভা সূত্রে খবর, বহরমপুর শহর এবং নিকটবর্তী শহরতলি ও গ্রামাঞ্চল জুড়ে প্রায় ১৭ হাজার টোটো চলাচল করে। কেবলমাত্র বহরমপুর পুর অঞ্চলে প্রায় ৩ হাজার টোটো চলাচল করে। বাকি ১৪ হাজার টোটো চলে পার্শ্ববর্তী শহরতলি এবং গ্রামীণ এলাকায়।
এই বিপুল সংখ্যায় টোটো রাস্তায় নামার ফলে বাড়ে যানজট। এমননি অনেক ক্ষেত্রে সিগনাল না মেনে টোটো চালান চালকরা। ফলে বাড়ে দুর্ঘটনা।
টোটো নিয়ন্ত্রণে জেলাশাসকের কী ভাবে করা যায় তা ঠিক করতে জেলা শাসকের সঙ্গে একটি বৈঠকে বসে বহরমপুর পুরসভা। সেই বৈঠকেই ঠিক হয়েছে, দুটি শিফটে টোটো চালানোর অনুমতি দেওয়া হবে। কোনও টোটো চালক একটি শিফটেই তাঁর টোটো চালাতে পারবেন। ফলে রাস্তায় টোটো সংখ্যা কমবে।
পড়ুন। রাতে হিটার চালিয়ে ঘুমিয়ে বিপত্তি, বেহালায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বৃদ্ধার
বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায় সাংবাদমাধ্যমকে জানিয়েছেন, পুরসভা এবং জেলা প্রশাসন একসঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ প্রশাসন যান নিয়ন্ত্রণের কাজ দায়িত্ব নিয়ে করে। কিন্তু তা সত্ত্বেও এত টোটোকে নিয়ন্ত্রণ করা খুবই মুশকিল। সেই কারণে, দুটি শিফটে ভাগ করে টোটো চালানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
চেয়ারম্যানের মতে, যানজট কমাতে টোটো বাতিলের রাস্তায় হাটতে পারে না পুরসভা। কারণ, এর সঙ্গে জীবন-জীবিকার প্রশ্ন জড়িয়ে আছে। তাই টোটো বন্ধ না করে দুটি শিফটে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে চাপ অনেকটাই কমবে।
পড়ুন। নেতাজির মুর্তি ভেঙে শৌচালয় নির্মাণের অভিযোগ, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের
রাজ্য প্রশাসন ইতিমধ্যেই রাজ্য এবং জাতীয় সড়কে টোটো চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। সমস্ত জেলাকে নির্দেশিকা পাঠিয়ে ত জানানোও হয়েছে। কিন্তু পুর এলাকায় অতিরিক্ত টোটো নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। তাই বহরমপুর পুরসভা দুটি শিফটে টোটো চালানো সিদ্ধান্ত নিয়েছে। পুরসভার আশা এতে যানজটের সমস্যা অনেকটাই কমবে। কমবে দুর্ঘটনাও।