রেললাইন মেরামতির জন্য বন্ধ থাকবে উত্তর ২৪ পরগনার বনগাঁ স্টেশনের এক নম্বর রেলগেট। আজ অর্থাৎ রবিবার ১১ তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত রাত ১১টা থেকে ভোর ৬টা অবধি রেলগেট বন্ধ থাকবে বলে রেলে তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে।
যশোর রোডের উপর দিয়ে চলে গিয়েছে বনগাঁ-রানাঘাট রেললাইন। ফলর এক নম্বর রেলগেট দিয়ে ছোট গাড়ির পাশাপাশি, ভারী যানবাহন ও ট্রাকও চলাচল করে। এসবের চাপে রেললাইন বিপজ্জনক অবস্থায় রয়েছে। তাই লাইন সারানোর প্রয়োজন। তাছাড়া রেলগেটেও সারাইয়ের কাজ হবে। রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। ১১ তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত রেলগেট বন্ধ থাকে। ফলে বন্ধ থাকবে যানবাহন চলাচল।
এই বিজ্ঞপ্তি প্রকাশের পর কপালে ভাঁজ পড়ছে ব্যবসায়ী ও মাল পরিবহণকারীদের। বিকল্প হিসাবে ২ নম্বর রেলগেট দিয়ে যশোর রোডে যাওয়া যাবে। তা ছোট গাড়ির পক্ষে সুবিধাজনক। বড় গাড়ি নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
তবে শুধু ট্রাক বা বড় গাড়ি নয় অন্য যানচলাচলের ক্ষেত্রেও সমস্যা পড়তে হবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দা। ,সমস্যা হবে সাধারণ মানুষের যাতায়াতের।
পড়তে পারেন। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে মা উড়ালপুলের ওপরে চড়লেন যুবক, উদ্ধার করল দমকল
পড়তে পারেন। স্কুলের ছাত্রীরা এবার পুরোহিতের ভূমিকায়, সরস্বতী পুজোয় দেখা দিতেই চলছে প্রশিক্ষণ
এক বাসিন্দার কথায়,'বড় গাড়ি নয়, বাস টোটো নিয়ে সাধারণ মানুষকেও অসুবিধার মধ্য পড়তে হবে।' তবে অন্য এক বাসিন্দা জানিয়েছেন, ‘রেল লাইন তো সারাতেই হবে না হলে বড়সড় বিপদ হওয়ার সম্ভাবনা থেকেই যাবে। তাই কয়েকদিন আমাদের অসুবিধা মেনে নিতে হবে। যাতায়াতের সমস্যা হবে।’
তবে স্থানীয় বাসিন্দাদের দীর্ধদিনের দাবি এলাকায় একটি ওভারব্রিজের। এক বাসিন্দার কথায়, 'এখানে ওভারব্রিজ থাকলে আজকে কোনও সমস্যায় পড়তে হতো না।'
এলাকায় যানজটের সমস্যাও তৈরি হবে বলে আশঙ্কা করছেন বাসিন্দারা। এক ব্যক্তি বলেন, 'গাড়ি আটকে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। সেক্ষেত্রে পরপর ৩-৪ দিন ধরে গেট বন্ধ থাকবে। সমস্যা তো হবেই।'