বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Molestation: বোনের সম্মান বাঁচাতে গিয়ে আক্রান্ত দাদা, মারধরের অভিযোগ TMC নেতার বিরুদ্ধে

Molestation: বোনের সম্মান বাঁচাতে গিয়ে আক্রান্ত দাদা, মারধরের অভিযোগ TMC নেতার বিরুদ্ধে

খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় হাবিবপুর থানা পুলিশ।

সরস্বতী পুজো উপলক্ষে হাবিবপুরের আইহো গ্রামে মেলা বসেছিল। সেই মেলায় চার বান্ধবীর সঙ্গে ঘুরতে যায় দশম শ্রেণির এক ছাত্রী।

বোনের সম্মান বাঁচাতে গিয়ে মালদার হাবিবপুরে আক্রান্ত হলেন দাদা। ঘটনায় অভিযোগে তির স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। হাবিবপুর থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার।

সরস্বতী পুজো উপলক্ষে হাবিবপুরের আইহো গ্রামে মেলা বসেছিল। সেই মেলায় চার বান্ধবীর সঙ্গে ঘুরতে যায় দশম শ্রেণির এক ছাত্রী। মেলায় দুই যুবক তাঁদের উত্ত্যক্ত করে করে বলে অভিযোগ। সেই সময় বোনের সম্মান বাঁচাতে এগিয়ে আসেন তাঁর দাদা। ওই যুবকদের সঙ্গে বচসা শুরু হয় দাদা। সেই সময় ঘটনাস্থলে হাজির হন পঞ্চায়েত সদস্য তথা তৃণমূল নেতা নিমাই। তিনি ওই যুবকদের বিরত করার বদলে যুবতীর দাদাকেই মারধর করতে শুরু করেন। এই ঘটনায় এলাকায় উত্তেজনায় ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় হাবিবপুর থানার পুলিশ। তারা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনে।

আক্রান্তদের পক্ষ থেকে ওই তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ ছ'জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ একজনকে গ্রেফতার করেছে। নিমাই অবশ্য তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই খারিজ করেছেন।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন