বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > অভিষেক ফিরতেই ছুটির দিনেও পাট্টার ক্যাম্প বসল গ্রামে, এক ফোনেই বাজিমাত

অভিষেক ফিরতেই ছুটির দিনেও পাট্টার ক্যাম্প বসল গ্রামে, এক ফোনেই বাজিমাত

অভিষেক বন্দ্যোপাধ্যায়। (নিজস্ব চিত্র)

সবাইকে অবাক করে রবিবার ছুটির দিনেই গ্রামে ক্যাম্প বসে গিয়েছিল। সকাল সাড়ে ১১টা থেকে বেলা তিনটে পর্যন্ত ক্যাম্প করা হয়। সেখানে পাট্টা সংক্রান্ত আবেদনগুলি নেওয়া হয়।

তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমানে তিনি ত্রিপুরায় ভোট প্রচারে রয়েছেন। তবে শনিবার তাঁর গাড়ি থেমেছিল পশ্চিমমেদিনীপুর জেলার মাতকাতপুর গ্রামে। প্রত্য়ন্ত গ্রাম। সেখানেই জনসংযোগ। সেখানে গিয়ে অভিষেকের কানে এসেছিল পাট্টা সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে গ্রামে। গ্রামবাসীরা অভিযোগ জানিয়েছিলেন তাঁরা পাট্টা পাননি। একথা শুনে আর দেরি করেননি তিনি। রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিককে ফোন করেন অভিষেক। সেই ফোন লাউড স্পিকারে দেওয়া হয়। মন্ত্রীর কথাও শোনা যায় সেখানে। সেখানেই অভিষেক সেচমন্ত্রীকে অনুরোধ করেন সমস্যা মেটানোর জন্য। এরপর তিনি সভাতে যান। সেখানে সাধারণ মানুষের কথা তুলে ধরেন অভিষেক।

আর যেমন কথা তেমন কাজ। সবাইকে অবাক করে রবিবার ছুটির দিনেই গ্রামে ক্যাম্প বসে গিয়েছিল। সকাল সাড়ে ১১টা থেকে বেলা তিনটে পর্যন্ত ক্যাম্প করা হয়। সেখানে পাট্টা সংক্রান্ত আবেদনগুলি নেওয়া হয়। জেলাশাসক আয়েষা রাণিও গ্রামে চলে যান। বিডিও, ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকরাও গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথাবার্তা বলেন। সব মিলিয়ে ৯২টি পরিবার রয়েছে। তবে তার থেকে বেশি আবেদনপত্র জমা পড়েছে।

খড়্গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায়ও গ্রামে যান। তিনিও এনিয়ে খোঁজখবর নেন। প্রশাসনের দাবি, এলাকায় জমি সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে। তবে সবদিকটাই খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে গ্রামবাসীদের দাবি দীর্ঘদিন ধরে তারা এলাকায় বসবাস করছেন। সেচ দফতরের জমিতেই তার থাকছেন। কিন্তু তারা পাট্টা পান না। বার বার আবেদন নিবেদন করেও পাট্টা জোটেনি। এনিয়ে তাঁরা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাতের কাছে পেয়েই তাঁর কাছে আর্জি জানান গ্রামবাসীরা। আর সবাইকে আবাক করে দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ছুটির দিনে গ্রামে হাজির প্রশাসনের আধিকারিকরা।

এসব দেখে শুনে কিছুটা অবাকই হয়ে গিয়েছেন স্থানীয়রা। বছরের পর বছর ধরে যে কাজ নিয়ে এত টালবাহানা সেই কাজ হল কী করে? অনেকেই এবার নতুন আশায় বুক বাঁধতে শুরু করেছেন। অনেকেরই আশা এবার হয়তো তাদের পাট্টার একটা ব্যবস্থা হবে।

তার সঙ্গেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এতদিন বলেও গ্রামবাসীরা পাট্টা জোগাড় করতে পারেননি। অন্যদিকে তৃণমূলের নেতা গ্রামে যেতেই তৎপর হল প্রশাসন। তবে কি কোথাও সমণ্বয়ের অভাব হচ্ছে? এই কাজ কেন এতদিন ফেলে রাখা হয়েছিল সেই প্রশ্নও উঠেছে।

 

বাংলার মুখ খবর

Latest News

RR-কে হারিয়ে উত্থান DC-র, দুইয়েই থাকলেন সঞ্জুরা, চার দলের ১২ পয়েন্ট, জমেছে লড়াই রাত পেরোলেই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ! HT বাংলায় এক ক্লিকেই দেখুন রেজাল্ট ভাইপোকে ‘রাজনৈতিক উত্তরসূরী’র পদ থেকে সরালেন মায়াবতী, বাংলার ঠিক উলটো! সঞ্জুর লড়াই জলে গেল, ২০ রানে হারল রাজস্থান, দিল্লি জিতে সুবিধে করে দিল KKR-এর আইসিএসই, আইএসসিতে নজর কাড়ল শিলিগুড়ি-জলপাইগুড়ি, বিহার থেকে বাংলায় এসে সাফল্য দেবের চেয়ে উচ্চশিক্ষিত,রয়ছে PhD ডিগ্রি! BJP-র হিরণের মাথায় কোটি টাকার দেনা আজই ৫ লাখ কোটি টাকা গায়েব! ভোটের মধ্যে কেন লোকসভা ভোটে ধস নামল? এখনই ঠিক হবে? ডুবে যাওয়া টাইটানিকের ধনী যাত্রীর সোনার পকেট ঘড়ি নিলামে, কত দাম উঠল BCCI-এর সঙ্গে কথা বলবেন না- বোর্ডের নামে আতঙ্কিত হর্ষিত সাবধান করলেন কোচকে বেতনে পাবেন দু'টি প্রাইভেট জেট কেনার টাকা! উইপ্রোর নতুন সিইওর বেতন আকাশছোঁয়া

Latest IPL News

সঞ্জুর লড়াই জলে গেল, ২০ রানে হারল রাজস্থান, দিল্লি জিতে সুবিধে করে দিল KKR-এর BCCI-এর সঙ্গে কথা বলবেন না- বোর্ডের নামে আতঙ্কিত হর্ষিত সাবধান করলেন কোচকে ৪-৪-৪-৬-৪-৬- ম্যাকগার্কের পিটুনি,১৯বলে অর্ধশতরান করে অনন্য নজির গড়লেন DC-র তরুণ IPL 2024: ভক্তের আইফোন ভেঙে ফেললেন মিচেল,পরিবর্তে ক্ষমা চেয়ে দিলেন উপহার- ভিডিয়ো T20 WC-এর কথা মাথায় রেখে কি বুমরাহকে বিশ্রাম দেওয়া হবে? সম্ভাবনা ওড়ালেন পোলার্ড জিতলে গম্ভীরের প্রশংসা, হারলে কেন দোষী শ্রেয়স? KKR সমর্থকদের আচরণে প্রশ্ন বিশপের CSK-তে বড় ধাক্কা! মুস্তাফিজুরের পরে এবার দেশে ফিরলেন দলের অন্যতম সেরা পেস বোলার KKR-কে নিশ্চিন্ত করলেন তারকা আফগান উইকেটকিপার-ব্যাটার,শীঘ্রই যোগ দিতে চলেছেন দলে মাহি ভাইও এই বিষয়ে কোনও সাহায্য করতে পারবেন না- হঠাৎ ধোনির কথা মনে করলেন হার্দিক সানরাইজার্স হায়দরাবাদ সোশ্যাল মিডিয়াতে ব্লক করা প্রসঙ্গে মুখ খুললেন ওয়ার্নার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.