বাবা - মায়ের অনুপস্থিতিতে চার বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে। ঘটনা হুগলির চুঁচুড়ার। এই ঘটনা জানাজানি হতে প্রৌঢ়কে ব্যাপক লাঠ্যাঔষধি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা। ওদিকে অভিযুক্তের দাবি, আদর করেছিলাম। আমাকে ফাঁসিয়ে দিয়েছে। ঘটনায় পকসো আইনের ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
জানা গিয়েছে, শিশুটির মা পরিচারিকা, বাবা সবজি বিক্রেতা। বৃহস্পতিবার সকালে দুজনে কাজে বেরিয়ে গেলে শিশুটিকে ভুলিয়ে নিজের বাড়িতে নিয়ে যান প্রতিবেশী প্রৌঢ়। এর পর পর্নোগ্রাফি দেখিয়ে তার সঙ্গে কুকর্ম করে বলে অভিযোগ। মা কাজ থেকে ফিরলে তাকে আধো আধো শব্দে বিষয়টি জানায় শিশুটি। এর পর মা দেখেন, শিশুটির শরীরে বিভিন্ন জায়গায় অত্যাচারের চিহ্ন।
বিষয়টি জানাজানি হতেই এলাকায় বিক্ষোভ ছড়ায়। অভিযুক্তকে ধরে ব্যাপক মারধর করে জনতা। মারের চোটে অভিযুক্তের মাথা ফেটে যায়। এর পর তাকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
নির্যাতিতার মা জানিয়েছেন, এর আগেও ২ বার ও এই কাজ করেছে। ওকে বোঝানো হয়েছিল। কিন্তু শোনেনি। আমরা ওর কড়া শাস্তি চাই। এরা মানুষ না, রাক্ষস।
ওদিকে অভিযুক্তের দাবি, আমি ওকে আদর করেছিলাম। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনের ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।