বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > রাতের অন্ধকারে রানিগঞ্জে দিল্লি রোডে সিভিক ভলান্টিয়ারকে ট্রাকের ধাক্কা
কর্তব্যরত অবস্থায় গাড়ির ধাক্কায় প্রাণ গেল এক সিভিক ভলান্টিয়ারের। মৃতের নাম অভিজিৎ মুখোপাধ্যায় (৩৪)। শুক্রবার রাতে রানিগঞ্জের মঙ্গলপুরে দুর্ঘটনাটি ঘটে। পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা মুখোপাধ্যায়রা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার রাতে রানিগঞ্জে ২ নম্বর জাতীয় সড়কের পাশে যান নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন অভিজিৎ। তখন রাস্তার পাশে খারাপ হয়ে যায় একটি ট্রাক। ট্রাকটিকে রাস্তা থেকে সরানোর ব্যবস্থা করছিলেন ওই সিভিক ভলান্টিয়ার। তখন আরেকটি ট্রাক দ্রুতবেগে এসে তাকে ধাক্কা মারে।
রক্তাক্ত অভিজিৎকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান পুলিশকর্মীরা। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দেহ ময়নাতদন্তে আসানসোলে পাঠিয়েছে পুলিশ।
রানিগঞ্জের জেকে নগরের বাসিন্দা অভিজিৎ। একমাত্র ছেলেকে হারিয়ে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।