বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Mamata Banerjee: মমতার দৌলতে দেড় হাজার টাকা পেলেন বুদ্ধদেব, কেমন করে সম্ভব হল?‌

Mamata Banerjee: মমতার দৌলতে দেড় হাজার টাকা পেলেন বুদ্ধদেব, কেমন করে সম্ভব হল?‌

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দোকানদার বুদ্ধদেব মহন্ত (PTI)

ঝাড়গ্রাম শহরে ফেরার পথে নিজের হাতে গরম গরম চপ ভেজে বিক্রি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিনপুর থানার অন্তর্গত মাগুরা এলাকায় একটি চপের দোকানে হঠাৎ দাঁড়িয়ে পড়েন মুখ্যমন্ত্রী। দোকানে তখন গরম গরম তেলেভাজা হচ্ছিল। মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নেমে তেলেভাজা দোকানে ঢুকে পড়েন।

তিনি যে বাংলার ঘরের মেয়ে সেটা বারবার প্রমাণ দিয়েছেন কাজের মধ্যে দিয়ে। প্রশাসনিক প্রধান হয়েও তাঁকে মিশে যেতে দেখা গিয়েছে গ্রামীণ সাধারণ মানুষের সঙ্গে। সেটা পাহাড়েই হোক বা সমতলে। কোনও কাজ যে ছোট নয় সেই কথা বারবার শোনা যায় তাঁর মুখে। মঙ্গলবার বেলপাহাড়ি থেকে ফেরার পথে মাগুরায় একটি চপের দোকানে ঢুকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজে হাতে চপ ভেজে গরম গরম হাতে তুলেও দিয়েছিলেন তিনি। তবে তাঁর উপস্থিত হয়ে ভালবাসা দিয়ে যাওয়া—এখনও দোকানদার বুদ্ধদেব মহন্তর ঘোর কাটেনি।

ঝাড়গ্রাম শহরে ফেরার পথে নিজের হাতে গরম গরম চপ ভেজে বিক্রি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিনপুর থানার অন্তর্গত মাগুরা এলাকায় একটি চপের দোকানে হঠাৎ দাঁড়িয়ে পড়েন মুখ্যমন্ত্রী। দোকানে তখন গরম গরম তেলেভাজা হচ্ছিল। মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নেমে তেলেভাজা দোকানে ঢুকে পড়েন। তখন সেখানে চপ ভাজ ছিলেন দোকানদার বুদ্ধদেব মহন্ত। মুখ্যমন্ত্রীকে দেখে ঘাবড়ে যান দোকানদার। মুখ্যমন্ত্রী নিজের হতে চপ ভেজে ভেজে উপস্থিত সকলকে চপ বিক্রি করেন। এই ঘটনায় রীতিমতো খুশিতে আত্মহারা চপ ব্যবসায়ী।

যদিও দোকান তৈরির সময় তিনি কোনওদিন ভাবতেও পারেননি সেখানে পা রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মঙ্গলবার সেখানে চপ ভাজেন মুখ্যমন্ত্রী। তাঁকে দেখে রীতিমতো ভিড় জমে গিয়েছিল। নিজের হাতে উপস্থিত সকলের দিকে ডিম আর আলুর চপ তুলে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিমিষে বিলি হয়ে যায় চপ। এই ঘটনায় এখনও ঘোর কাটছে না বুদ্ধদেবের। এই ঘটনা নিয়ে আজ, বুধবার তিনি সংবাদমাধ্যমে বলেন, ‘‌মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে চা চেয়েছিলেন। এরপর তিনি চপ ভাজতে শুরু করেছিলেন। চপ বিক্রি বাবদ আমাকে দেড় হাজার টাকা দেন জেলাশাসক। আজ থেকে পাঁচ বছর আগে এই দোকানটি আমি শুরু করেছিলাম। আমি কখনও স্বপ্নেও ভাবিনি আমার দোকানে পা রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আমার স্বপ্ন সার্থক হয়েছে।’‌

এই ঘটনার পর আগামী দিনে আরও সততার সঙ্গে কাজ করবেন তিনি বলে জানিয়েছেন বুদ্ধদেব। আগেও বহুবার চপ–চা বিক্রি করে আয় করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রীর এখানে উপস্থিত হওয়ার পর জনপ্রিয় হয়ে উঠেছে বুদ্ধদেবের চপের দোকান। এখন সেখানে বেশ ভিড় হচ্ছে। অনেকেই জানতে চাইছেন মুখ্যমন্ত্রীর আসার ঘটনা। কী বললেন বুদ্ধদেবকে?‌ আবার কবে আসবেন মুখ্যমন্ত্রী?‌ কেমন দেখলেন প্রশাসনিক প্রধানকে বলেও প্রশ্ন শুনতে হয়েছে। এই ঘটনাই ফের প্রমাণ করল বাংলা নিজের মেয়েকে চায়।

বন্ধ করুন