বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > CM Mamata Banerjee: সোমে পাহাড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, বুধে হতে পারে শিল্পপতিদের সঙ্গে বৈঠক

CM Mamata Banerjee: সোমে পাহাড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, বুধে হতে পারে শিল্পপতিদের সঙ্গে বৈঠক

মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুক

গত বছর পাহাড় সফরে গিয়ে শিল্পপতিদের একটি বৈঠকে বসার আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে দার্জিলিংয়ে একটি বৈঠক করার তোড়জোড়ও শুরু হয়।

সোমবার চারদিনের সফরে পাহাড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, এই সফরে তিনি শিল্পপতিদের সঙ্গে একটি বৈঠক করতে পারেন। দার্জিলিংয়ের ভানু ভবনে এই বৈঠক হতে পারে। এই বৈঠকে চা শিল্পের পাশাপাশি অন্যান্য শিল্পের সঙ্গে যুক্ত শিল্পপতিরা উপস্থিত থাকতে পারেন।

গত বছর পাহাড় সফরে গিয়ে শিল্পপতিদের একটি বৈঠকে বসার আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে দার্জিলিংয়ে একটি বৈঠক করার তোড়জোড়ও শুরু হয়। অবশেষে সেই বৈঠকে হচ্ছে বলে নবান্ন সূত্রে খবর। বুধবার ভানু ভবনে এই বৈঠক হবে বলে জানা গিয়েছে। আগামী বছর লোকসভা ভোট আগে শিল্পপতিদের এই বৈঠক তাৎতপর্যপূর্ণ।

লোকসভা ভোটের কথা মাথায় রেখে গোর্খাল্যান্ডের দাবিতে ইতিমধ্যেই পাহাড়ে সক্রিয় হয়েছে বেশ কয়েকটি সংগঠন। এর মধ্যে বিমল গুরুং-এর গোর্খা জনমুক্তি মোর্চা রয়েছে। কয়েকদিন আগে গুরুং নিজে দিল্লি ঘুরে এসেছেন। মোর্চা নেতা জানিয়ে দিয়েছেন, তিনি বিজেপির সঙ্গে নেই। পৃথক গোর্খাল্যান্ডের দাবিকে যাঁরা সমর্থন করবেন তাঁরাই গোর্খাদের ভোট পাবে। যদিও গোর্খাদের মধ্যে গুরুং এখনও কতটা জনপ্রিয় তা প্রশ্ন চিহ্নের মুখে।

চলতি মাসেই পাহাড় সমস্যা নিয়ে একটি ত্রিপাক্ষিক বৈঠক করতে পারে কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রকের ডাকে দিল্লিতে এই বৈঠক হতে পারে। গুরুংদের পৃথক গোর্খাল্যান্ডের দাবির পিছনে আছে পাহাড়ে উন্নয়ন। সেই বৈঠকের আগেই মুখ্যমন্ত্রীর শিল্পতিদের সঙ্গে বৈঠক। এই বৈঠকে যদি একাধিক বিনিয়োগের আশ্বাস মেলে, তবে ত্রিপাক্ষিক বৈঠকে তা প্রভাব ফেলতে পারে। (পড়তে পারেন। এবার দায়িত্ব বাংলার মা–বোনেদেরই, নতুন কর্মসংস্থানের পথ দেখালেন মুখ্যমন্ত্রী)

দার্জিলিং ও ডুয়ার্সের চা শিল্পকে চাঙ্গা করতে শিল্পপতিদের বিনিয়োগে আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাতে সাড়া দিয়ে চা শিল্পে একাধিক বিনিয়োগ প্রস্তাব আসতে পারে বলে মনে কার হচ্ছে। এ ছাড়া পাহাড়ের পর্যটন শিল্পে নতুন বিনিয়োগের প্রস্তাব আশা করা হচ্ছে ভানু ভবনে শিল্পপতিদের সঙ্গে বৈঠকে।

মুখ্যমন্ত্রীর পাহাড়ে চারদিনের সফরের বিস্তারিত কিছু জানানো হয়নি নবান্ন থেকে। তবে বুধবার ভানু ভবনে শিল্পপতিদের সঙ্গে বৈঠক এক প্রকার নিশ্চিত।

বন্ধ করুন