বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Complete Lockdown in Bengal: অগস্টে আর ৪ দিন হবে সম্পূর্ণ লকডাউন, কবে কবে দেখে নিন

Complete Lockdown in Bengal: অগস্টে আর ৪ দিন হবে সম্পূর্ণ লকডাউন, কবে কবে দেখে নিন

অগস্টে আর ৪ দিন হবে সম্পূর্ণ লকডাউন (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

একবার নয়, চারবার সম্পূর্ণ লকডাউনের সূচি পরিবর্তন করল রাজ্য।

আবারও সম্পূর্ণ লকডাউনের সূচি পরিবর্তন করল পশ্চিমবঙ্গ সরকার। এবার অবশ্য দিন পরিবর্তন করা হয়নি। বরং আগামী ২৮ অগস্ট সার্বিক লকডাউন তুলে নেওয়া হয়েছে।বুধবারের নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী দেখে নিন লকডাউনের নয়া সূচি -

1

বুধবার বিকেলে নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, অগস্টের শেষ সপ্তাহে টানা পাঁচ দিন ব্যাঙ্ক ও ব্যবসাজনিত কাজে সমস্যা হবে বলে একাধিক আবেদন জমা পড়েছে। তা বিবেচনা করেই আগামী ২৮ অগস্ট সম্পূর্ণ লকডাউন প্রত্যাহার করা হচ্ছে। নয়া তারিখ দেখে নিন -

2

৫ অগস্ট (বুধবার) (ইতিমধ্যে হয়ে গিয়েছে)।

3

৮ অগস্ট (শনিবার) (ইতিমধ্যে হয়ে গিয়েছে)। 

4

২০ অগস্ট (বৃহস্পতিবার)।

5

২১ অগস্ট (শুক্রবার)।

6

২৭ অগস্ট (বৃহস্পতিবার)।

7

৩১ অগস্ট (সোমবার)

বন্ধ করুন