বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Cyber crime: জন ধন অ্যাকাউন্ট ভাড়া নিয়ে টাকা লুঠ! নতুন পদ্ধতি সাইবার অপরাধীদের

Cyber crime: জন ধন অ্যাকাউন্ট ভাড়া নিয়ে টাকা লুঠ! নতুন পদ্ধতি সাইবার অপরাধীদের

নতুন কায়দায় চলছে সাইবার ক্রাইম। প্রতীকী ছবি

সাইবার অপরাধীরা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে জন ধন অ্যাকাউন্ট ভাড়া নিয়ে এই প্রতারণা চক্র চালাচ্ছে। বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত বা যে সমস্ত ব্যক্তি মারা গিয়েছে সেই সমস্ত গ্রাহকদের জন ধন অ্যাকাউন্ট ভাড়া নিয়ে চালানো হচ্ছে প্রতারণা চক্র। 

বর্তমানে অনলাইনে প্রতারণা বা সাইবার প্রতারণা বাড়ছে। নতুন পদ্ধতিতে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে সাইবার প্রতারকরা। মানুষকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে চলছে সাইবার ক্রাইম। এবার গ্রাহকদের জন ধন অ্যাকাউন্ট ভাড়া করে চলছে সাইবার প্রতারণা। এমনই তথ্য পেয়েছে পুলিশ।

কীভাবে চলছে এই প্রতারণা চক্র?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাইবার অপরাধীরা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে জন ধন অ্যাকাউন্ট ভাড়া নিয়ে এই প্রতারণা চক্র চালাচ্ছে। বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত বা যে সমস্ত ব্যক্তি মারা গিয়েছে সেই সমস্ত গ্রাহকদের জন ধন অ্যাকাউন্ট ভাড়া নিয়ে চালানো হচ্ছে প্রতারণা চক্র। সে ক্ষেত্রে প্রতি মাসে অ্যাকাউন্ট পিছু ৫-৬ হাজার করে টাকা দেওয়া হচ্ছে গ্রাহকদের। অথচ তাঁরা জানতেও পারছেন না যে তাঁদের অ্যাকাউন্ট কী জন্য ব্যবহার করা হচ্ছে? টাকার প্রলোভন পেয়ে অ্যাকাউন্ট হোল্ডাররা কোনও কিছু না জেনেই তাঁদের অ্যাকাউন্ট নম্বর এমনকি এটিএম কার্ড পর্যন্ত দিয়ে দিচ্ছেন। সম্প্রতি বিভিন্ন সাইবার সংক্রান্ত মামলায় তদন্ত চালিয়ে এমনই তথ্য পেয়েছে পুলিশ।

ইতিমধ্যেই বেশ কিছু অ্যাকাউন্ট ট্র্যাক করে পুলিশ কয়েকজন অ্যাকাউন্ট হোল্ডারের নাম, পরিচয় এবং ঠিকানা জানতে পেরেছে। তাঁদের অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছে পুলিশ। কিন্তু সাইবার অপরাধীদের ধরতে পারেনি পুলিশ। জানা গিয়েছে, সাইবার অপরাধীরা অনেক ক্ষেত্রেই দালাল ব্যবহার করে অ্যাকাউন্টের হদিস পাচ্ছেন এবং অ্যাকাউন্ট ভাড়া নিচ্ছেন। একসময় জামতাড়া থেকে এই প্রতারণা হতো। তবে এখন তা সারা রাজ্যে ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই সাইবার অপরাধীদের খোঁজ চালাতে তদন্তে নেমে পড়েছে বিভিন্ন জেলার পুলিশ।

বাংলার মুখ খবর

Latest News

সন্দীপকে নিজেদের হেফাজতেই চাইল না CBI! পড়তে হল আদালতের ভর্ৎসনার মুখেও একদা সুযোগ পাননি রাজ্যের দলেও, যশের যাত্রার কথা বললেন গর্বিত বাবা মা কি মিথ্যা বলবেন-বিজেপি শিখিয়ে দেওয়ার কথা বলতেই ফোঁস করে উঠলেন দেবাংশু উৎসবে কি ফিরছেন বাঙালিরা? দুর্গাপুজোর এক মাস আগে কী বলছেন পোশাক বিক্রেতারা বিজেপি নেতার ছেলের বিলাসবহুল গাড়ি পিষে দিল রাজপথে, পরপর ধাক্কা! আহত ২জন মুখ্যমন্ত্রীকে সংবিধানের ১৬৭ অনুচ্ছেদ মনে করালেন রাজ্যপাল, রাতেই পৌঁছল বার্তা পুলিশি হেনস্থা, ২০ বছর অবধি চালানোর দাবি, ৩ দিনের ট্রাক ধর্মঘটের ডাক রাজ্যে হাসপাতালগুলিতে নিরাপত্তা জোরদার করতে ১৫০ কোটি টাকা বরাদ্দ, বাড়ানো হবে CCTV ‘রেপ টেপ’ মন্তব্য় নিয়ে ডোনাকে খোঁচা,তারাসুন্দরীর বড় দিদিমণিকে কুর্নিশ অপরাজিতার ‘ওঁদের ঠেলবেন না…’ দেহরক্ষীদের থাকে কাদের রক্ষা করতে ধমক দিলেন জাহ্নবী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.