বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Deep Depression Rain Forecast: ফের ঘনিয়ে আসছে নিম্নচাপ, পুজোর আগে বৃষ্টিতে ভাসবে বঙ্গ, তিন জেলায় জারি সতর্কতা
Deep Depression Rain Forecast: ফের ঘনিয়ে আসছে নিম্নচাপ, পুজোর আগে বৃষ্টিতে ভাসবে বঙ্গ, তিন জেলায় জারি সতর্কতা
পুজোয় বৃষ্টি হবে কি না, তা নিয়ে নিশ্চিত কোনও খবর হ... more
পুজোয় বৃষ্টি হবে কি না, তা নিয়ে নিশ্চিত কোনও খবর হাওয়া দফতর এখনও দিতে পারেনি। তবে আগামী সপ্তাহে যে বাংলার একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হবে, সেই সংক্রান্ত সতর্কতা জারি করল হাওয়া অফিস।
1/5হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে ঘনীভূত হতে পারে নিম্নচাপ। তার জেরে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে।এই সময় উপকূলবর্তী জেলাগুলিতে ৪৫ কিমি প্রতি ঘণ্টা বেগে হাওয়া বইতে পারে। (HT_PRINT)
2/5হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে। মঙ্গলবারের মধ্যে সেই ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হতে পারে। মূলত পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের জেরে। জানা গিয়েছে ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হবে সম্ভাব্য নিম্নচাপটি। উপকূলের দিকে এটি যত এগোবে, ততই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। (এএনআই) (HT_PRINT)
3/5হাওয়া অফিস জানিয়েছে, আগামী বুধবার থেকে উপকূলবর্তী তিন জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। এর জেরে মৎস্যজীবীদের ২১ সেপ্টেম্বর সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (HT_PRINT)
4/5একটি সুস্পষ্ট নিম্নচাপ এই মুহূর্তে উত্তরপ্রদেশের মধ্যভাগে অবস্থান করছে। তাছাড়া মৌসুমী অক্ষরেখা পটনা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত গিয়েছে। এর জেরে আগমী দু'দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (HT_PRINT)
5/5আজ ও আগামিকাল উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস) (HT_PRINT)