বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ডিসেম্বরেই বিজয় সমাবেশ করতে আবার আসব, ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

ডিসেম্বরেই বিজয় সমাবেশ করতে আবার আসব, ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

ডায়মন্ড হারবারে শুভেন্দু অধিকারীর সভা।

হুঁশিয়ারির সুরে শুভেন্দু বলেন, ‘কী করতে হয় দেখবেন। আমি এই মাসেই আবার আসব। বিজয় সমাবেশ করতে আসব। সঙ্গে এক লরি লাড্ডু নিয়ে আসব।

ডিসেম্বরেই বিজয়োৎসব করতে ফের ডায়মন্ড হারবার আসবেন তিনি। সঙ্গে লরি ভরে আনবেন লাড্ডু। শনিবার শহরের লাইট হাউজ মাঠে বিজেপির জনসভা থেকে এমনই বললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। যাবতীয় বাধা টপকে শনিবার বেলা ২টোয় শুরু হয় সভা। সেখান থেকে, চোর ধরো, জেলে ভরো স্লোগান তোলেন বিরোধী দলনেতা।

এদিন শুভেন্দুর মঞ্চে সোনালি অক্ষরে বড় বড় করে লেখা ছিল 1956। তার সামনে দাঁড়িয়েই পিসি - ভাইপোকে তুলোধোনা করেন তিনি। বলেন, গত রাতে তৃণমূলি দুষ্কৃতীরা আমাদের মঞ্চ খুলে নিয়ে যাওয়ার পরে আমি হাওড়ার এক ডেকরেটরকে ফোন করি। তিনি বলেন, আমি জাতীয়তাবাদী। আপনি জাতীয়তাবাদের জন্য লড়াই করছেন। আপনার পাশে থাকব না? আমি তো মোদীজির ফ্যান। সকাল ৭টায় মঞ্চ তৈরির কাজ শুরু করে দেন তিনি। বেলা ১১টার মধ্যে মঞ্চ পুরোপুরি তৈরি হয়ে যায়।

এদিন শুভেন্দু দাবি করেন, সভায় আসার পথে বিজেপি সমর্থকদের ১০০-র বেশি গাড়িতে হামলা হয়েছে। যাতে ১০০-র বেশি কর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে ২ জনকে কলকাতায় নিয়ে যেতে হয়েছে। শুভেন্দু জানান, সোমবারই ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন তিনি। আহতদের চিকিৎসা ও গাড়ি মেরামতির খরচ জোগাড় করবেন সরকারের থেকে।

শুভেন্দু মনে করান ২০০৮ সালের পঞ্চায়েত ভোটে রাজ্যে প্রথম যে ২টি জেলা পরিষদ দখল করেছিল তৃণমূল তার মধ্যে একটি দক্ষিণ ২৪ পরগনা। গণতন্ত্র প্রথম বিকশিত হয়েছিল এখানে। কিন্তু ২০১৬ সালের পর জেলায় ভোট করতে দেয়নি ভাইপোর বাহিনী। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে কেউ মনোনয়ন পেশ করতে পারেননি। শুভেন্দু আশ্বাস, এবার পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পেশের ব্যবস্থা করবে দল।

এর পরই হুঁশিয়ারির সুরে শুভেন্দু বলেন, ‘কী করতে হয় দেখবেন। আমি এই মাসেই আবার আসব। বিজয় সমাবেশ করতে আসব। সঙ্গে এক লরি লাড্ডু নিয়ে আসব। কারণটা বলছি না। আমাকে জগন্নাথ দা বলেছেন, কারণটা বলতে না।’ সভার শেষে, চোর ধরো, জেল ভরো স্লোগান তোলেন শুভেন্দু।

বেশ কিছুদিন ধরে ডিসেম্বরে রাজ্য সরকার বড় ধাক্কা খাবে বলে দাবি কর চলেছেন বিজেপি নেতারা। তবে সেই ধাক্কা ঠিক কী, তা খোলসা করেননি কেউই।

বন্ধ করুন