বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > 'দালালরা ঢুকেছিল দলে…', BJP-র অন্দরে 'সাফাই অভিযানে'র ইঙ্গিত দিলীপ ঘোষের

'দালালরা ঢুকেছিল দলে…', BJP-র অন্দরে 'সাফাই অভিযানে'র ইঙ্গিত দিলীপ ঘোষের

দিলীপ ঘোষ (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)

উল্লেখ্য, তৃণমূল ভাঙিয়েই নির্বাচনের আগে ফুলে ফেঁপে উঠেছিল বিজেপি। নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী থেকে রাজীব বন্দ্যোপাধ্যায়, মিহির গোস্বামী, সুনীল মণ্ডলসহ বহু নেতা নাম লিখিয়েছিলেন বিজেপিতে।

খাতায় কলমে বিজেপিতে ন'মাস ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি হাতে নিয়ে দল ছাড়া রাজীব ফের একবার তৃণমূলে ফিরলেন গতকাল। তিনি যে ফিরবেন তার ইঙ্গিত অবশ্য নির্বাচনের পর থেকেই মিলছিল। আর দলবদলের এই মরশুমে এবার কড়া হওয়ার বার্তা দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমানে গেরুয়া শিবিরের সর্বভারতীয় সহসভাপতি দিলপ ঘোষ।

রাজীবের তৃণমূলে প্রত্যাবর্তনের পর রবিবার সন্ধ্যায় একটি ফেসবুক পোস্ট করেন দিলীপ ঘোষ। তাতে তিনি লেখেন, 'অনেক দালাল নির্বাচনের আগে আমাদের দলে ঢুকে গিয়েছিলেন। কিছুজন গিয়েছেন, কিছু এখন রয়েছেন। তাঁরা উৎপাত করছেন। সবাইকে বাদ দেব। এরা চায় না বিজেপি শক্তিশালী হোক।'

উল্লেখ্য, তৃণমূল ভাঙিয়েই নির্বাচনের আগে ফুলে ফেঁপে উঠেছিল বিজেপি। শুভেন্দু অধিকারী থেকে রাজীব বন্দ্যোপাধ্যায়, মিহির গোস্বামী, সুনীল মণ্ডলসহ বহু নেতা হাওয়ার টানে নাম লিখিয়েছিলেন বিজেপিতে। সেই সময় 'বেসুরো' হওয়া যে একটা 'ট্রেন্ড'। ট্রেন্ডটা এখনও বজায় আছে। তবে এবার হিড়িক পড়েছে বিজেপি থেকে তৃণমূলে নাম লেখানোর। একে একে ঘর ওয়াপসি হয়েছে মুকুল রায় থেকে শুরু করে সব্যসাচী দত্ত, রাজীব বন্দ্যোপাধ্যায়দের। বিজেপির আরও বেশ কয়েকজন জয়ী বিধায়ক তৃণমূলে ফিরেছেন।

সূত্রের খবর, মুকুল রায়ের হাত ধরে নির্বিচারে যেভাবে বিজেপিতে তৃণমূলের লোকেরা নাম লিখিয়েছিলেন, তা প্রথম থেকেই 'না পসন্দ' ছিল দিলীপের। তাঁর সাফ বক্তব্য ছিল, ক্ষমতার জন্য বিজেপিতে এলে তাঁদের দলে টিকে থাকা কঠিন হতে চলেছে। আর হয়েছেও তাই। আর তাই নিজের বক্তব্য স্পষ্ট ভাবে তুলে ধরে বিজেপিতে নাম লেখানো দলত্যাগীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ।

 

বন্ধ করুন