সন্তান নিজের নয়, শুধুমাত্র সেই সন্দেহের বশে শিশুকে থেঁতলে খুন করল বাবা। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের অণ্ডালের বহুলা মতিবাজার নিউ কোয়ার্টারে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সন্তানকে খুনের অভিযোগ পাওয়ার পরেই পুলিশ শিশুর বাবা তথা অভিযুক্ত অজয় ভুঁইয়াকে গ্রেফতার করেছে। ৮ মাসের ওই শিশুকে পাথর দিয়ে থেঁতলে খুন করা হয়েছে বলে জানতে পেরেছে পুলিশ।
আরও পড়ুন: বসিরহাটে মনুয়াকাণ্ড, প্রেমিকের সাহায্যে স্বামীকে মেরে ঝুলিয়ে দিলেন স্ত্রী
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে বুধবার সকালে এদিন বাড়িতে ঘুমন্ত অবস্থায় থাকা শিশুকে কোলে নিয়ে পরিত্যক্ত কয়লা খনির দিকে যায় অভিযুক্ত। তখন অভিযুক্তের মা তাকে দেখে কোথায় যাচ্ছে? জিজ্ঞেস করেন। কিন্তু, এরপরে অজয় তার মাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এর কিছুক্ষণ পর পরিত্যক্ত খাদানের কাছে গিয়ে অজয় শিশুকে পাথর দিয়ে থেঁতলে হত্যা করে বলে অভিযোগ। এদিকে, গ্রামবাসীরা অজয়ের খোঁজাখুঁজি করতে শুরু করলে পরিত্যক্ত খাদানের কাছে একটি ঝোঁপ থেকে শিশুর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেন। স্থানীয়রা তড়িঘড়ি শিশুকে উদ্ধার করে রানিগঞ্জে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। স্থানীয়দের অভিযোগ, অজয় তাকে মেরে ফেলে সেখান থেকে পালিয়ে যায়। পরে সেখানে পুলিশ গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। অজয়ের স্ত্রী মমতা ভূঁইয়া তার বিরুদ্ধে সন্তানকে খুনের অভিযোগ দায়ের করেছেন।
কী কারণে খুন?
মমতার দাবি, বিয়ের পর থেকেই অজয় তার উপর সন্দেহ করত। তার ধারণা ছিল, অন্য কারও সঙ্গে তার সম্পর্ক রয়েছে। ফলে এ নিয়ে তাদের মধ্যে বচসা লেগেই থাকত। সন্তান হওয়ার পর তার সন্দেহ আরও বেড়ে যায়। জানা গিয়েছে, ঝামেলার জেরে কিছুদিন আগে বাপের বাড়ি চলে গিয়েছিলেন মমতা। এরপর অজয় আবার মমতাকে ডেকে নিয়ে আসে। কিন্তু, তাতেও সন্দেহ কমেনি। তারপরেও তাদের মধ্যে বচসহ হতে থাকে। মমতা এ নিয়ে বারবার অজয়কে আশ্বস্ত করেছেন। তা সত্ত্বে ও ৮ মাসের দুধের শিশুকে নিজের সন্তান বলে মেনে নেয়নি অজয়। তবে স্বামী যে এরকম কাণ্ড করে বসবে তা কল্পনাও করতে পারেননি মমতা। তার অভিযোগ মদ্যপ অবস্থায় সন্তানকে খুন করেছে অজয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এই ঘটনার পিছনে অন্য কোনও রহস্য রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।