প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। ঘটনা বসিরহাট পুরসভা এলাকার ৭ নম্বর ওয়ার্ডের গোয়ালপোতা এলাকার। নিহতের নাম পরিতোষ অধিকারী (৪৬)। তাঁকে খুনের অভিযোগে স্ত্রী রীতা অধিকারী (৩৭)কে গ্রেফতার করেছে পুলিশ। প্রেমিক প্রবীর দাস পলাতক।
পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে পরিতোষের সঙ্গে রীতার দাম্পত্যকলহ চলছিল। প্রবীরের সঙ্গে স্ত্রী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন তা জানতেন পরিতোষবাবু। প্রতিবাদও করেন। কিন্তু সম্পর্ক থেকে বেরিয়ে আসতে রাজি ছিলেন না রীতা। এই নিয়ে পড়ায় সালিশি সভাও বসে। তাতেও কোনও কাজ হয়নি। একই রকম টানাপোড়েন বজায় ছিল রীতা ও পরিতোষের সম্পর্কে।
বুধবার ভোরে বাড়ি থেকে পরিতোষের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এর পরই উত্তেজনা ছড়ায় এলাকায়। স্ত্রী রীতা দাবি করেন, গভীর রাতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন পরিতোষবাবু। কিন্তু সেকথা মানতে চাননি প্রতিবেশীরা। এর পর লাগাতার জেরায় রীতা স্বীকার করেন, প্রেমিক প্রবীরের সঙ্গে হাত মিলিয়ে ঘুমন্ত অবস্থায় পরিতোষবাবুকে শ্বাসরোধ করে খুন করেছেন তিনি। প্রমাণ লোপাট করতে দেহ ঝুলিয়ে দিয়েছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহ উদ্ধার করে আটক করে অভিযুক্ত স্ত্রীকে। তবে প্রেমিক প্রবীর দাস পলাতক। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। অভিযুক্ত স্ত্রীর কঠোর শাস্তি দাবি করেছেন পরিজন ও প্রতিবেশীরা।
পরকীয়া সম্পর্কের জেরে স্ত্রীর হাতে স্বামী খুনের ঘটনা নতুন নয়। এর আগে বারাসতের মনুয়াকাণ্ড থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে এই ধরণের খবর।