বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ভয়াবহ আগুন দার্জিলিংয়ের জাতীয় অর্কিড গবেষণাকেন্দ্রে, পুড়ে ছাই বহু জিনিসপত্র

ভয়াবহ আগুন দার্জিলিংয়ের জাতীয় অর্কিড গবেষণাকেন্দ্রে, পুড়ে ছাই বহু জিনিসপত্র

দার্জিলিংয়ের অর্কিড গবেষণা কেন্দ্রে আগুন। প্রতীকী ছবি।

মিটার বক্সের পিছন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। গবেষণাকেন্দ্রের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে তারাই দমকলে খবর দেন। পরে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছয়। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ঘটনাস্থলে আরও দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল দার্জিলিংয়ে। পুড়ে ছাই হয়ে গেল ন্যাশনাল অর্কিড হাউস ফর রিসার্চ সেন্টার বা জাতীয় অর্কিড গবেষণাকেন্দ্র। মঙ্গলবার সকালে আগুন লাগে। যার ফলে গবেষণা কেন্দ্রের একাধিক গুরুত্বপূর্ণ নথি আসবাবপত্র থেকে শুরু করে জিনিসপত্র পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। জানা গিয়েছে, গবেষণাকেন্দ্রে থাকা অগ্নি নির্বাপণ যন্ত্রের সাহায্যে আগুন নেভানোর চেষ্টা করা হয়। কিন্তু, তাতে আগুন নেভেনি। পরে দমকল কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: বছর শেষে মর্মান্তিক ঘটনা, কারখানায় আগুন লেগে মৃত্যু ৬ শ্রমিকের

সকালে অর্কিড গবেষণাকেন্দ্রে আগুন লাগে। মিটার বক্সের পিছন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। গবেষণাকেন্দ্রের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে তারাই দমকলে খবর দেন। পরে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছয়। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ঘটনাস্থলে আরও দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

প্রাথমিকভাবে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে কী কারণে আগুন লেগেছে? তা খতিয়ে দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডের কারণ এখন সঠিকভাবে জানা যায়নি। দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল। দোতলার মিটার বক্সের কাছ থেকেই ধোঁয়া বের হতে দেখা যায়। পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে তিনতলাতে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এর ফলে গবেষণা কেন্দ্রের দোতলা এবং তিনতলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গিয়েছে, এই গবেষণা কেন্দ্রের ২০ থেকে ২২ টি এয়ার কন্ডিশনার মেশিন পুড়ে গিয়েছে। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি রয়েছে সেই তালিকায়। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দোতলা। স্থানীয় বাসিন্দারা, প্রথমে নিজেরাই আগুন নেভানোর জন্য সাহায্য করেন। তবে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এলাকাবাসীরা দ্রুত সেখানে পৌঁছন। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে দমকলে খবর দেওয়া হয়। কিন্তু একটি ইঞ্জিনে এসে আগুন নেভাতে গেলে জল শেষ হয়ে যায়। ফলে সমস্যা তৈরি হয়েছিল। পরে আরও দুটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে আসে।  মনোজ অধিকারী নামে গবেষণা কেন্দ্রের এক আধিকারিক জানিয়েছেন, একতলার কিছু জিনিসপত্র বের করা সম্ভব হলেও দোতলা এবং তৃতীয়তল সম্পূর্ণ পুড়ে গিয়েছে। সব মিলিকে ১০ থেকে ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। 

বাংলার মুখ খবর

Latest News

কপাল খারাপ কাকে বলে…নিজের দোষেই রানআউট যশ দুবে! উপস্থিত বুদ্ধি দেখালেন মুলানি… টলিউডেও সন্দীপ ঘোষের মতো অপরাধীরা ঘুরছে…! ধরনা মঞ্চ থেকে সুর চড়ালেন দেবলীনা এবারের ভাদ্র পূর্ণিমায় চন্দ্রগ্রহণ! দেখে নিন তিথি, সময়কাল রোজ সকাল ৫টায় চা নিয়ে আসেন ডাক্তারের ধর্নাস্থলে, চিনে নিন কেষ্টপুরের দাদা-বউদিকে 'ম্যাডাম' মমতার ডাকে সাড়া, শনির পর আজও কালীঘাটে বৈঠকে যাচ্ছেন জুনিয়র ডাক্তররা মার্সিডিজ-BMWর রেষারিষি! দুই গাড়ির ধাক্কা Wagon R-এ, দুর্ঘটনা মুম্বইতে সুপ্রিম কোর্টে দায়ের হল মামলা, ঝুলে গেল উচ্চ প্রাথমিকে ১৪ হাজার নিয়োগ প্রক্রিয়া যে রাহুল গান্ধীর জিভ কেটে নিতে পারবে তাকেই ১১ লাখ দেব, ঘোষণা বিধায়কের পাক বংশদ্ভূত নেট বোলারে মুগ্ধ রোহিত! স্লোয়ার বলের খুটিনাটি জানতে চান বুমরাহও! ‘আজ নবী দিবস’, কালীঘাটে জুনিয়র ডাক্তারদের ডেকেছেন কেন? কারণ ব্যাখ্যা মমতার!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.