বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ‘‌ভুটান জল ছাড়তেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে’‌, বানভাসী পরিস্থিতি নিয়ে মন্ত‌ব্য সেচমন্ত্রীর

‘‌ভুটান জল ছাড়তেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে’‌, বানভাসী পরিস্থিতি নিয়ে মন্ত‌ব্য সেচমন্ত্রীর

রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। নিজস্ব ছবি

মানুষের সাহায্যে সেচমন্ত্রী কিছু ব্যবস্থা করেছেন। তাই তিনি জানান, তাঁরা বৃষ্টি মাপার জন্য মেশিন বসাচ্ছেন। তবে বানারহাট এবং জলপাইগুড়ি খুব একটা ক্ষতিগ্রস্ত হয়নি। চাষবাসের তেমন ক্ষতি হয়নি। বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পর্যাপ্ত ত্রাণ জেলাশাসকদের কাছে আছে। যা মানুষজনকে দেওয়া হবে।

উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে টিম পাঠিয়েছেন। তবে উত্তরবঙ্গের এই বন্যা পরিস্থিতির জন্য ভুটানকে দায়ী করলেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিপর্যয় মোকাবিলা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি দুষ্মন্ত্য নারীওয়ালা এবং সেচ দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি ওঙ্কার সিং মীনা। উত্তরকন্যায় উত্তরবঙ্গের পাঁচ জেলাশাসক এবং পুলিশ প্রশাসনকে নিয়ে বৈঠক করেন সেচমন্ত্রী। আবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলা প্রশাসন, সেচ দফতরের কর্মীদের সঙ্গে বৈঠক সারেন মন্ত্রী।

এদিকে গাজোলডোবা পরিদর্শন করে ফেরার সময় সেচমন্ত্রী দেখেন, প্রবল বর্ষার জেরে কালভার্ট ভেঙে রাজগঞ্জ ব্লকের হদুগছ এবং যাত্রাপাড়ার মধ্যে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ। তখন সেচমন্ত্রী পার্থ ভৌমিক বলেন, ‘কোনওরকম তথ্য ও যোগাযোগ ছাড়াই জল ছাড়ছে ভুটান। যার জেরেই এই বানভাসী পরিস্থিতি। ভুটানের জল ছেড়েছে বলেই ডুয়ার্সের রায়ডাক, সঙ্কোশ, বাসরা, কালজানি, জয়ন্তী ও তোর্সা নদীতে জলস্তর বেড়ে গিয়েছে। তাই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।’ তিস্তা ব্যারেজও পরিদর্শন করেন সেচমন্ত্রী। সেখান থেকে চলে আসেন উত্তরকন্যায়। আর পাঁচ জেলার জেলাশাসক ও পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন তিনি। তারপর আলিপুরদুয়ার রওনা দেন।

অন্যদিকে আজ,মঙ্গলবার আলিপুরদুয়ার যান। সেখানে সেচমন্ত্রী জানান, মানুষ যেসব জায়গায় সমস্যায় পড়েছেন সেগুলি চিহ্নিত করেছে প্রশাসন। কাজও শুরু হয়েছে। কোচবিহারের ৪৮টি জায়গার ক্ষতি হয়েছে। আলিপুরদুয়ারে ১৩টি জায়গা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। সেখানেও কাজ শুরু হয়েছে। সেচমন্ত্রীর কথায়, ‘ভুটানের জল আলিপুরদুয়ারের উপর এসে পড়ে। এই সমস্যার কথা মুখ্যমন্ত্রী বহুবার কেন্দ্রকে জানিয়েছেন। কিন্তু কোনও উত্তর আসেনি। ভুটান না জানিয়েই জল ছাড়লে তার প্রভাব তো পড়বেই। এটা তো আর রাজ্যের বিষয় নয়। ভুটান আগে থেকে জানলে পদক্ষেপ করা যেত।’‌

আরও পড়ুন:‌ বিজেপিকে না সরালে দেশের সার্বভৌমত্ব ধরে রাখা যাবে না, বৈঠকে সপ্তমে সুর মমতার

কেমন করে মোকাবিলা করা হবে?‌ মানুষের সাহায্যে সেচমন্ত্রী কিছু ব্যবস্থা করেছেন। তাই তিনি জানান, তাঁরা বৃষ্টি মাপার জন্য মেশিন বসাচ্ছেন। তবে বানারহাট এবং জলপাইগুড়ি খুব একটা ক্ষতিগ্রস্ত হয়নি। চাষবাসের তেমন ক্ষতি হয়নি। বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পর্যাপ্ত ত্রাণ জেলাশাসকদের কাছে আছে। যা মানুষজনকে দেওয়া হবে। সাংবাদিক বৈঠক করে সেচমন্ত্রী বলেন, ‘‌এখন হঠাৎ করে হড়পা বান এলে বিপদ হবে। জলমগ্ন এলাকাগুলিতে জল কমেছে। মানুষের সমস্যা থাকলে সেটা আমরা দেখছি। সব রিপোর্টই যাবে মুখ্যমন্ত্রীর কাছে।’ তবে সেচমন্ত্রীর সমালোচনা করেছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তাঁর বক্তব্য, ‘‌আগে তো বামফ্রন্ট সরকারকে দোষারোপ করতেন। মুখ্যমন্ত্রী বলতেন, ম্যান মেড বন্যা। এখন তো তাঁরাই সরকারে আসীন। আর উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি সামলাতে ব্যর্থ। এখন আবার কেন্দ্রীয় সরকার ও ভুটান সরকারের উপর দোষ চাপাচ্ছেন।’‌

বাংলার মুখ খবর

Latest News

'ভারতের নির্বাচনে প্রভাব খাটাতে চাইছে বিদেশি শক্তি', ভোট দিয়ে বিস্ফোরক মোদী কেন হাঁপানি হয় জানেন? হাঁপানি থেকে বাঁচতে করুন এই কাজগুলি টিম KKR বারাণসীতে কী করছে? কলকাতায় নামতে পারল না নাইটদের চাটার্ড বিমান তৃতীয় দফার ভোট শুরু হতেই ইভিএম খারাপ–বোমাবাজি–মারধর, তপ্ত মুর্শিদাবাদ ৭৭ কিমিতে ঝড়, বৃষ্টিতে ৮.১ ডিগ্রি তাপমাত্রা কমল কলকাতার, তবে দক্ষিণবঙ্গে মৃত ৬ ‘‌দেউচা পাঁচামিতে এক লক্ষ ছেলেমেয়ের চাকরি হবে’‌, বেকার নিরসনে বড় ইঙ্গিত মমতার রবীন্দ্রজয়ন্তী পালনে কড়া সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন, থাকতে পারবেন না মন্ত্রীরা ২৩ ফুট লম্বা আঁচলে যেন রূপকথার পরী! মেট গালায় আলিয়া পরলেন সব্যসাচীর শাড়ি IPL-এ নিজের আক্রমণাত্মক মেজাজ নিয়ে অনুতপ্ত গৌতম গম্ভীর মমতার মিমে ‘ধমক’ পুলিশের, নিজেরটা নিয়ে হেসে খোঁচা মোদীর! পালটা তোপ অভিষেকের

Latest IPL News

টিম KKR বারাণসীতে কী করছে? কলকাতায় নামতে পারল না নাইটদের চাটার্ড বিমান IPL-এ নিজের আক্রমণাত্মক মেজাজ নিয়ে অনুতপ্ত গৌতম গম্ভীর কোহলি ও গায়কোয়াড়ের লড়াইয়ের মাঝে অরেঞ্জ ক্যাপের রেসে ট্র্যাভিস হেডের এন্ট্রি রাতের ওয়াংখেড়েতে সূর্যোদয়, ঝোড়ো শতরান করে MI-কে জেতালেন স্কাই, ধাক্কা খেল SRH ‘ক্রিকেট না খেলে ব্যবসা করলে ওরা আমায় ঠকিয়ে দিত’, কাদের কথা বললেন বিরাট? ভিডিয়ো LSG vs KKR: রাসেল মিডল ওভারে উইকেট নিয়ে চাপ কমিয়ে দেয়, প্রশংসায় পঞ্চমুখ রানা ফের একটা ফ্লাইং কিস হয়ে যাক? ১ ম্যাচ ব্যানের পরে রানাকে ট্রোল KKR তারকার 'ধোনিকে খুব সম্মান করি', গোল্ডেন ডাকের পরেও উচ্ছাস করলেন না কিংসদের এই ক্রিকেটার IPL 2024-ম্যাচ বাঁচাতে ভোকাল টনিক ঋদ্ধির, বিরাটের কাছে খেলেন গালাগাল IPL 2024- নাইট রাইডার্সের হোটেলে হঠাৎ এরা কারা! গম্ভীর-শ্রেয়সের সঙ্গে দেখা করলেন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.