বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > রবিবার শুরু হচ্ছে পুণ্যস্নান, ভিড়ের স্রোতে ভাসছে গঙ্গাসাগর, চরে আটকাল ভেসেল

রবিবার শুরু হচ্ছে পুণ্যস্নান, ভিড়ের স্রোতে ভাসছে গঙ্গাসাগর, চরে আটকাল ভেসেল

গঙ্গাসাগর যেন মিনি ভারতবর্ষ

অমাবস্যার কোটালে নদীর জলে প্লাবিত হয়ে নদীগর্ভে চলে যায় ৫ নম্বর ঘাটের দোকান ও অস্থায়ী স্বেচ্ছাসেবী ক্যাম্প। প্রশাসনের পক্ষ থেকে সরিয়ে আনা হয় মানুষজনকে। পুণ্যস্নানের আগে দোকানে জল ঢোকায় চিন্তিত ব্যবসায়ীরা। মকর সংক্রান্তির আগে ভিড় জমাচ্ছেন পুণ্যার্থীরা। ১৫ জানুয়ারি ৯টা ১৩ মিনিটে মকর সংক্রান্তি।

মানুষের স্রোত বেড়েই চলেছে সাগরতীর্থ গঙ্গাসাগরে। রবিবার রাত থেকে শুরু মকর সংক্রান্তির পুণ্যস্নান। তার আগেই গঙ্গাসাগর যেন মিনি ভারতবর্ষ হয়ে উঠেছে। রাত পোহালেই চলে আসবে সেই মাহেন্দ্রক্ষণ। বিভিন্ন রাজ্যগুলি থেকে দলে দলে মানুষ বাস, ট্রেনে কলকাতায় এসেছেন। বাবুঘাটে সাগরমেলার ট্রানজিট ক্যাম্পে একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়ছেন সাগরের উদ্দেশ্যে। বাবুঘাটে জড়ো হওয়া সাধুরাও রওনা হচ্ছেন। সব পথ মিশেছে সাগরের বেলাভূমিতে। এই আবহে মুড়িগঙ্গার চরে আটকে গেল পুণ্যার্থী বোঝাই ভেসেল। আতঙ্কিত হয়ে পড়লেন তাঁরা। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার করল তাঁদের। আর অমাবস্যার ভরা কোটালে প্লাবিত হল স্নানঘাট।

এদিকে লট ৮ জেটিঘাট পর্যন্ত কোনও বাধা ছাড়াই পৌঁছে যাচ্ছেন পুণ্যার্থীরা। দুর্ভোগে পড়তে হচ্ছে পরের পথে যেতে। কারণ মুড়িগঙ্গা নদীতে বিদ্যুতের ২ এবং ৩ নম্বর খুঁটির মধ্যে চর দেখা দিয়েছে। আর সেখানেই দু’টি ভেসেল আটকে পড়ে। তার মধ্যে একটি ছিল যাত্রীবোঝাই। অনেকক্ষণ পর জোয়ার এলে গন্তব্যে পৌঁছয় সেই দু’টি ভেসেল। এটাই এখন প্রশাসনের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। এছাড়া লট নম্বর আট থেকে আর একটি পুন্যার্থী বোঝাই ভেসেল গঙ্গাসাগরে আসার সময়ই সেটি নদীর চরে আটকে যায়। জেলা প্রশাসন সূত্রে খবর, নদীর জল কমে যাওয়ায় চরে আটকে পড়ে ভেসেলটি। এনডিআরএফের কর্মীদের পাঠানো হয়। তাঁরা ঘটনাস্থলে পৌঁছে স্পিড বোটে করে পুণ্যার্থীদের উদ্ধার করে।

অন্যদিকে মেলার সময় দিনে ১৮–২০ ঘণ্টা ভেসেল পরিষেবা চালু রাখতে দু’মাস ধরে ড্রেজিং করা হয় মুড়িগঙ্গায়। এই মুড়িগঙ্গার চর নিয়ে আগেই আশঙ্কা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরও একটি চর জেগে ওঠায় সমস্যা দেখা দিয়েছে। আবার অমাবস্যার কোটালে সমুদ্রের জলে প্লাবিত হয়েছে এলাকা। বেশ কয়েকটি দোকান–সহ অস্থায়ী ক্যাম্প জলের তলায় গিয়েছে। এখন শুরু হয়েছে ২০২৪ সালের গঙ্গাসাগর মেলা। পুন্যার্থীদের পূণ্যস্নানের জন্য বানানো হয়েছে এখানে কয়েক কোটি টাকা খরচ করে স্নানঘাট। সেই ঘাটে সমুদ্রের জল ঢুকে প্লাবিত হয়েছে। তবে ওই চরের পথে যাতে আর কোনও ভেসেল না যায়, তার জন্য জায়গাটি চিহ্নিত করার ব্যবস্থা করছে প্রশাসন।

আরও পড়ুন:‌ ‘‌বাংলার প্রধান ইস‍্যু ধর্মনিরপেক্ষতার স্বপক্ষে রুখে দাঁড়ানো’‌, বড় বার্তা দিলেন অমর্ত্য সেন

এছাড়া অমাবস্যার কোটালে নদীর জলে প্লাবিত হয়ে নদীগর্ভে চলে যায় ৫ নম্বর ঘাটের দোকান ও অস্থায়ী স্বেচ্ছাসেবী ক্যাম্প। প্রশাসনের পক্ষ থেকে সরিয়ে আনা হয় সেখানকার মানুষজনকে। তবে পুণ্যস্নানের আগে দোকানে জল ঢোকায় চিন্তিত ব্যবসায়ীরা। ইতিমধ্যেই মকর সংক্রান্তির আগে ভিড় জমাচ্ছেন পুণ্যার্থীরা। আগামী ১৫ জানুয়ারি ৯টা ১৩ মিনিটে শুরু হচ্ছে মকর সংক্রান্তি। পুণ্যস্নানের সময় ১৫ জানুয়ারি রাত ১২টা ১৩ মিনিট থেকে ১৬ জানুয়ারি দুপুর ১২টা ১৩ মিনিট পর্যন্ত। সাগরযাত্রীদের সমস্যা এড়াতে কেন্দ্রীয় সরকারকে মুড়িগঙ্গার উপর একটি সেতু নির্মাণের প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন্দ্র সম্পূর্ণ উদাসীন। গঙ্গাসাগর মেলা শুরুর প্রাক্কালে দু’জন পুণ্যার্থী অসুস্থ হয়ে পড়েন। তাঁরা কলকাতা ও বিহারের বাসিন্দা। তাঁদের এয়ারলিফ্ট করে কলকাতায় আনা হয়।

বাংলার মুখ খবর

Latest News

কান্নাকাটি বন্ধ করে নিজেদের ক্ষমতার সেরা ব্যবহার করো, বোলারদের উপদেশ শাস্ত্রীর Pakistan বনাম New Zealand ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? সন্দেশখালিতে অস্ত্রের সঙ্গে কার্তুজের বিল হাতে পেলে CBI, খতিয়ে দেখছেন গোয়েন্দারা যেন সত্যিই রাম-সীতা! 'রামায়ণ'-এর সেট থেকে ফাঁস রণবীর-সাই-এর লুক মাথায় বিশাল ছাতা, মায়ের সঙ্গে পিসি করিনার বাড়িতে রাহা 'মন্ত্রিসভা জানতই না' পাহাড়ে শিক্ষক নিয়োগের ‘দুর্নীতির’ দায় এড়াতে মরিয়া রাজ্য রাশিয়া থেকে ভারতমুখী তৈলবাহী জাহাজে হুথি-হানা! আছড়ে পড়ল মিসাইল 'মা-বাবা বাড়িতে না থাকলেই...' ছোটবেলায় আত্মীয়ের হাতে যৌন হেনস্থার শিকার হন সু কপিল-সুনীল একসঙ্গে ফিরতেই সফল ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’, জমিয়ে হল পার্টি… Wolverhampton Wanderers vs Luton Town Live Score, Wolverhampton Wanderers 0-0 Luton Town EPL 2023

Latest IPL News

কান্নাকাটি বন্ধ করে নিজেদের ক্ষমতার সেরা ব্যবহার করো, বোলারদের উপদেশ শাস্ত্রীর 4,4,6,4,4,4: মুড়ি-মুড়কির মতো চার-ছয় স্টাবসের, উডের ওভারে সব বল গেল মাঠের বাইরে স্ট্যাম্প ভেঙে দিয়েছিলাম,আশা করি ওর মনে আছে,দলনায়ককে নিয়ে মন্তব্য আক্রমের! গেইলকে ভয় পান বোল্ট! ১০০ মিটারে ক্রিকেটারের সঙ্গে দৌড়াতে নারাজ তারকা দৌড়বিদ টি-২০ বিশ্বকাপের ভারতীয় দলে ঋষভ পন্ত না সঞ্জু স্যামসন-কাকে বাছলেন সৌরভ? চোখের নিমেষে ৫০, নিজের পুরনো নজির ছুঁলেন ফ্রেজার, বেঁচে গেল গেইলের বিশ্বরেকর্ড পঞ্জাব ব্যাটারদের হাতে তুলোধনা, ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে পণ্ডিতের বিশেষ বার্তা KKR-এর বিরুদ্ধে রেকর্ড জয়ের পর দিনই দুঃসংবাদ PBKS শিবিরে,দল ছাড়লেন তারকা বিদেশি এবার বেটিংয়েও কৃত্রিম বুদ্ধিমত্তা, সহজেই জুয়াড়িরা বুঝে নিচ্ছেন ম্যাচের ভবিষ্যৎ দামে কম কাজে সমান, স্টার্কের মতোই রান খরচ করেছেন চামিরা, কটাক্ষ সোশ্যাল মিডিয়ায়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.