বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > রাতে বাড়ি ফেরার সময় গোসাবায় আক্রান্ত ২ তৃণমূলকর্মী, অভিযোগের তির বিজেপির দিকে

রাতে বাড়ি ফেরার সময় গোসাবায় আক্রান্ত ২ তৃণমূলকর্মী, অভিযোগের তির বিজেপির দিকে

প্রতীকী ছবি

তৃণমূলের দাবি, এই হামলার পিছনে রয়েছে বিজেপি। স্থানীয় বিজেপি কর্মী রঞ্জন মণ্ডল ও রতন মণ্ডলের নেতৃত্বে হামলা হয়েছে বলে দাবি তাদের। হামলাকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে বলে জানানো হয়েছে তৃণমূলের তরফে।

পার্টি অফিস থেকে বৈঠক সেরে বাড়ি ফেরার সময় তৃণমূল কর্মীদের ওপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। শুক্রবার রাতে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের লাহিড়ীপুর গ্রাম পঞ্চায়েতের রজতজুবিলি গ্রামের ঘটনা। এই ঘটনায় বিজেপিকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল।

আক্রান্ত সুশান্ত সরকার ও অচিন সরকারের দাবি, শুক্রবার রাতে স্থানীয় তৃণমূল পার্টি অফিসে বৈঠক সেরে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তাঁরা। তখন তাঁদের পথ আগলে দাঁড়ায় কয়েকজন দুষ্কৃতী। মোটরসাইকে থেকে টেনে নামিয়ে লাঠি - রড নিয়ে মারধর করতে থাকে তারা। কোনওক্রমে পালিয়ে অন্ধকারে গা ঢাকা দেন ২ তৃণমূল কর্মী।

পালটা বিজেপির দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দেই এই হামলা। এর সঙ্গে বিজেপির যোগ নেই। ওরা কোথাও মারামারি হলেই বিজেপিকে দেখতে পায়। বিজেপি হিংসার রাজনীতিতে বিশ্বাস করে না।

এই ঘটনায় সুন্দরবন কোস্টাল থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

 

বন্ধ করুন