বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Higher Secondary Question Paper Change: উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র নিয়ে বড় সিদ্ধান্ত সংসদের! সমস্যায় পড়বেন পড়ুয়ারা?
Higher Secondary Question Paper Change: উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র নিয়ে বড় সিদ্ধান্ত সংসদের! সমস্যায় পড়বেন পড়ুয়ারা?
২০২৩ সালে অনুষ্ঠিত হতে চলা উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র নিয়ে বড় সিদ্ধান্ত নিল সংসদ। আট বছর ধরে পার্ট-এ এবং পার্ট-বি রূপে পৃথক প্রশ্নপত্রের সেটে পরীক্ষা হত। তবে এবার সেই নিয়মে বদল আনছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
1/5২০১৫ সাল থেকে নয়া পাঠ্যসূচি গ্রহণ করা হয়েছিল। তাতে প্রশ্নের দুটি ভাগ থাকত। একটি ভাগে এমসিকিউ (প্রশ্নপত্রেই জবাব দিতে হত এই ক্ষেত্রে), অন্যটিতে সাবজেকটিভ প্রশ্ন থাকত। তবে ২০২৩ সাল থেকে একটি প্রশ্নপত্রেই পরীক্ষা হতে চলেছে। তবে অনেকেরই যুক্তি, এতে মূল্যায়নে সমস্যা বাড়তে পারে। (ছবি সৌজন্যে এএনআই)
2/5সংসদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দুটি অংশের পরিবর্তে শুধুমাত্র একটি প্রশ্নপত্র থাকবে। এর ফলে পার্ট এ এবং পার্ট বি-কে যুক্ত করার আর প্রয়োজন পড়বে না। প্রশ্নের উত্তর লেখার জন্য একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার উত্তরপত্রের মতো শুধুমাত্র একটি মাত্র উত্তরপত্র থাকছে। যেখানে পরীক্ষার্থীরা উত্তর লিখবে। প্রশ্নের মধ্যে কোনও উত্তর লেখা যাবে না।’ (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
3/5উল্লেখ্য, এ বছর রিভিউয়ের আবেদনকারীদের মধ্যে ২০ শতাংশের নম্বর বেড়েছিল উচ্চ মাধ্যমিকে। এই আবহে খাতা দেখার বিভ্রাট কমাতেই প্রশ্নপত্রে বদল আনার সিদ্ধান্ত নেয় সংসদ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/5এদিকে অনেক শিক্ষকের মতে, পড়ুয়ারা একটি নির্দিষ্ট প্যাটার্নে অভ্যস্ত হয়ে গিয়েছিল। এদিকে কোভিডের জেরে দু’বছর উচ্চ মাধ্যমিক হয়নি। এবার হোম সেন্টারে সংক্ষিপ্ত পাঠ্যক্রমের উপর পরীক্ষা নেওয়া হয়েছে। এই আবহে ২০২৩ সাল থেকে এই নিয়ম বদল না করলেই ভালো হত বলে মত অনেকের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
5/5যদিও সমস্যার কথা মানতে নারাজ সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি বলেন, ‘সব পক্ষের মতামত নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একাদশের বার্ষিক পরীক্ষা ও উচ্চ মাধ্যমিকের টেস্টে একটাই প্রশ্ন হয়। সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে সমস্যা হওয়ার কথা নয়।’ (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)