মাধ্যমিকের আগেই কি উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ করে দেওয়া হবে? তেমনই জল্পনা তৈরি হয়েছে। একটি মহলের তরফে দাবি করা হয়েছে যে এপ্রিলের তৃতীয় ও চতুর্থ সপ্তাহের মধ্যে উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ করে দেওয়া হতে পারে। যদিও আপাতত উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে সরকারিভাবে সেই বিষয়ে কিছু জানানো হয়নি। স্রেফ একটি মহলে সেরকম কানাঘুষো শুরু হয়েছে। শুধু তাই নয়, জল্পনা চলছে যে উচ্চমাধ্যমিকের ফলাফল যেদিন ঘোষণা করা হবে, সেদিন স্কুলগুলির হাতে মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হবে না। আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের দিন শুধুমাত্র অনলাইনে নিজেদের প্রাপ্ত নম্বর দেখতে পাবেন প্রার্থীরা। আর ফলপ্রকাশের সপ্তাহদুয়েক পরে উচ্চমাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট প্রদান করা হবে বলে ওই মহলের তরফে দাবি করা হয়েছে।
এমনিতে উচ্চমাধ্যমিকের আগে মাধ্যমিক পরীক্ষা হয়। এবারও তাই হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। পরীক্ষা শেষ হয়েছিল ২৯ ফেব্রুয়ারি। সেইমতো মাধ্যমিকের পরেই উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হবে বলে অনুমান করেছিলেন শিক্ষকরা। সেটাই সাধারণত হয়ে থাকে। ২০২৩ সালে যেমন ১৯ মে মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছিল। আর উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছিল ২৪ মে। কিন্তু এবার মাধ্যমিকের আগেই উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করে দেওয়া হতে পারে বলে জল্পনা চলছে।
কীভাবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে পাবেন?
উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হলে প্রার্থীরা ‘হিন্দুস্তান টাইমস বাংলা’ থেকেই নিজেদের প্রাপ্ত নম্বর দেখতে পাবেন। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র ওয়েবসাইটে এসেই রেজাল্ট দেখতে পারবেন। শুধু তাই নয়, রেজাল্ট প্রকাশের আগেই ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-য় এসে নিজেদের নাম রেজিস্টার করে রাখতে পারেন। তাহলে সরাসরি আপনার ফোন এবং ইমেল আইডিতে উচ্চমাধ্যমিকের রেজাল্টের অ্যালার্ট পৌঁছে যাবে।
সেইসঙ্গে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের প্রদত্ত wbresults.nic.in থেকেও নিজেদের রেজাল্ট দেখতে পারবেন পড়ুয়ারা। প্রথমে ওই ওয়েবসাইটে যেতে হবে। হোমপেজে ‘West Bengal Council of Higher Secondary Education Examination - 2024’ দেখতে পাবেন। তাতে ক্লিক করতে হবে। তারপর নিজের প্রয়োজনীয় তথ্য নিয়ে পরীক্ষার্থীরা নিজেদের রেজাল্ট দেখতে পারবেন।