প্রেমিকার সাথে ঝগড়া করে মাঝ গঙ্গায় ঝাঁপ দিলেন প্রেমিক। সঙ্গে সঙ্গে জলে নেমেও তাঁকে উদ্ধার করতে পারলেন না বন্ধু। বৃহস্পতিবার দুপুরে উত্তর ২৪ পরগনার জগদ্দল ও হুগলির চন্দননগরের মধ্যে ফেরি পার হওয়ার সময় এই ঘটনা ঘটে। নিখোঁজ প্রমোদ চোধরির খোঁজে তল্লাশি শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
বৃহস্পতিবার জগদ্দল থেকে চন্দননগর ঘুরতে যাচ্ছিলেন বছর বাইশের প্রমোদ ও তাঁর বন্ধু নীতীশ পাসোয়ান। সঙ্গে ছিলেন তাঁদের প্রেমিকারাও। গঙ্গা পার করার সময় ফেরিতেই প্রমোদের সঙ্গে তাঁর প্রেমিকার বিবাদ বাঁধে। বাদানুবাদ চলাকালীন হঠাৎ গঙ্গায় ঝাঁপ দেন যুবক। সঙ্গে সঙ্গে জলে ঝাঁপ দেন বন্ধু নীতীশ। কিন্তু প্রমোদকে উদ্ধার করতে পারেননি তিনি। এর পর খবর যায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর কাছে। স্পিড বোট এনে ভাগীরথিতে তল্লাশি শুরু করে তারা। কিন্তু এখনও যুবকের সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ যুবকের বাড়ি জগদ্দলের আর্যসমাজ এলাকায়। খবর পেয়ে ঘাটে জড়ো হন তাঁর আত্মীয়রা। কেন ফেরি পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিরা সঙ্গে সঙ্গে যুবককে উদ্ধারের চেষ্টা করলেন না তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। নীতীশ পাসোয়ানকে জিজ্ঞাসাবাদ করে প্রমোদের নদীতে ঝাঁপ দেওয়ার কারণ জানার চেষ্টা করছে জগদ্দল থানার পুলিশ।