২৫০ কি.মি দূরের নিশানা গুঁড়িয়ে দিতে পারে! চিন, পাকের বুক কাঁপিয়ে নৌসেনা, বায়ুসেনায় এবার অন্তর্ভূক্ত ব়্যাম্পেজ মিসাইল
Updated: 28 Apr 2024, 08:28 AM ISTএই বিশেষ ব়্যাম্পেজ মিসাইলকে ভারতীয় বায়ুসেনা তাদের... more
এই বিশেষ ব়্যাম্পেজ মিসাইলকে ভারতীয় বায়ুসেনা তাদের রাশিয়ার এয়ারক্রাফ্ট সুখোই ৩০ এমকেআইতে সংযুক্ত করেছে। এছাড়াও এই মিসাইল সংযুক্ত রয়েছে ভারতীয় সেনার মিগ-২৯ ও জাগুয়ারের মতো যুদ্ধবিমানে।
প্রসঙ্গত. ২০১৯ সালের বালাকোট এয়ারস্ট্রাইকে ভারতীয় সেনা যে স্পাইস ২০০০ বিমান ব্যবহার করেছিল, তার চেয়েও বেশি দূরের লক্ষ্যবস্তুর ওপর আছড়ে পড়তে পারে এই ব়্যাম্পেজ মিসাইল। উল্লেখ্য, ভারতীয় সেনার ভাণ্ডারে লং রেঞ্জ মিসাইল সিস্টেমের ক্ষেত্রে দেশে তৈরি মিসাইল ও বিদেশের মাটিতে তৈরি মিসাইল, দুইয়েরই সম্ভার রয়েছে। সদ্য আন্দামান, নিকোবর দ্বীপে ক্রিস্টাল মেজ ২ মিসাইলের পরীক্ষা হয়েছে। সেখানে এয়ারলঞ্চ ব্যালাস্টিক মিসাইল সঠিকভাবে লক্ষ্যে হানা দিয়ে পরীক্ষা সফল করেছে। এবার ভারতের বুকেও ব়্যাম্পেজ মিসাইল তৈরির পরিকল্পনায় ভারতীয় বায়ুসেনা। (প্রতীকী ছবি)
পরবর্তী ফটো গ্যালারি