বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > 'আমাদের নৈতিক জয়', খড়দহে বেশ কয়েক রাউন্ড তৃতীয় স্থানে থেকেও দাবি BJP প্রার্থীর

'আমাদের নৈতিক জয়', খড়দহে বেশ কয়েক রাউন্ড তৃতীয় স্থানে থেকেও দাবি BJP প্রার্থীর

খড়দহের বিজেপি প্রার্থী জয় সাহা 

জয় সাহা বলেন, ‘তৃণমূল প্রথম থেকেই বিজেপিকে প্রচার করতে দেয়নি। ভোটারদের ভোট দিতে দেয়নি। সেই কারণেই এই ফলাফল।’

‘৩০ তারিখ ভারতীয় জনতা পার্টির নৈতিক জয় হয়ে গিয়েছে।’ খড়দহ উপ নির্বাচনে গণনা কেন্দ্রে এসে প্রতিক্রিয়া বিজেপি প্রার্থী জয় সাহার। জয় সাহা বলেন, 'ফলাফল কি হতে চলেছে ৩০ তারিখই বোঝা গিয়েছিল। যেভাবে ভোটারদের প্রভাবিত করা হয়েছিল, বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো হয়েছিল। ফলস ভোট দেওয়া হচ্ছিল…।' তিনি আরও বলেন, ‘সেইদিন মানুষের কাছে সত্যটা তুলে ধরতে পেরেছিলাম। ৩০ তারিখ ভারতীয় জনতা পার্টির নৈতিক জয় হয়ে গিয়েছে। আগামী ৫ বছর মানুষ দেখবে, বুঝবে।’

এদিকে সিপিএম দীর্ঘ সময় ধরে দ্বিতীয় স্থানে ছিল এই কেন্দ্রে। তৃতীয় স্থানে নেমে গিয়েছিল বিজেপি। এই বিষয়ে জয় সাহা বলেন, 'তৃণমূল প্রথম থেকেই বিজেপিকে প্রচার করতে দেয়নি। ভোটারদের ভোট দিতে দেয়নি। সেই কারণেই এই ফলাফল।ট

অন্যদিকে ভুয়ো ভোটার,বাংলাদেশী ভোটার নিয়ে যে অভিযোগ উঠেছিল, সেই বিষয়ে শোভনদেব চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আড়াই লক্ষ্য ভোটার এখানে। কোনও এক জায়গায় কি হয়েছে… বাংলাদেশ থেকে ঠিকই এসেছে সেই লোক (অভিযুক্ত ভোটার)। কিন্তু সে বর্তমানে এখানকার ভোটার, এখানে মাছ বিক্রি করে। এখানকার মানুষ তৃণমূলকেই ভোট দিয়েছিল। এটা আমাদেরই আসন। এখন পার্থক্য কত ব্যবধানে হয় সেটাই দেখার।’

এদিকে এই ফলাফল প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, 'এটা প্রত্যাশিত ছিল। আমরা ভালো লড়াই করেছি, আমরা স্বাচ্ছন্দ্যে জিতেছি। বিজেপি যত পিছিয়ে যাবে, গণতন্ত্রের জন্য ততই মঙ্গল। জনগণ তাদের সরকারের প্রতি ক্ষুব্ধ...আমাদের দল নির্দে দিয়েছে যাতে নির্বাচন-পরবর্তী হিংসা না হয়। এরম কিছুই হবে না।'

বন্ধ করুন