পঞ্চায়েতের বোর্ড গঠন করে রাজ্যের একাধিক জায়গা কার্যত যুদ্ধক্ষেত্রের চেহারা নিয়েছে। বৃহস্পতিবার সকালে সেই ছবিই ফিরে এল পূর্ব মেদিনীপুরের খেজুরিতে। অভিযোগ, বোর্ড গঠনের আগে সেখানে বিজেপি কর্মীদের লক্ষ্য করে গুলি চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। গুলিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
শুক্রবার খেজুরির নিচকসবা গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের কথা ছিল। সেজন্য পঞ্চায়েতের সামনে জড়ো হয়েছিলেন জয়ী বিজেপি প্রার্থী ও দলের কর্মীরা। অভিযোগ, হঠাৎই তৃণমূলের কিছু দুষ্কৃতী সেখানে হামলা চালায়। রড – লাঠি নিয়ে তাড়া করে বিজেপি প্রার্থী ও কর্মীদের। বিজেপি কর্মীরা প্রতিরোধ গড়ে তুললে তাদের লক্ষ্য করে গুলি চালায় তৃণমূল আশ্রিত গুন্ডারা। গুলিতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের উদ্ধার করে নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, গুলি চলেছে কি না জানা নেই। গুলি চলে থাকলে তার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। পুলিশের তরফে গুলি চালানোর ব্যাপারে কিছু জানানো হয়নি। আহতদের জেরা করে বিষয়টি নিশ্চিত করা হবে বলে জানানো হয়েছে।
পঞ্চায়েতে বোর্ড গঠন করে গত ২ দিন ধরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের বিভিন্ন এলাকা। গুলি - বোমা - বন্দুক – অপহরণ – ছিনতাই - খুন কিছুই বাদ যাচ্ছে না। এবার গুলি চলার অভিযোগ উঠল খেজুরিতে। ঝরল রক্ত। যদিও স্বীকার করতে রাজি নয় শাসক বা প্রশাসন।