রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ‘অ্যানসার কি’ প্রকাশ করা হল। আপাতত প্রভিশনাল ‘অ্যানসার কি’ বা উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড (WBJEE)। যা বোর্ডের (WBJEE) অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখা যাবে। আপাতত সেই ‘অ্যানসার কি’ বা উত্তরপত্র চ্যালেঞ্জ করার সুযোগ আছে পরীক্ষার্থীদের কাছে। যাঁদের অনেকেই উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্টের অপেক্ষায় আছে। বুধবার (৯ মে) দুপুর ১ টায় প্রকাশিত হবে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। আর দুপুর ৩ টে থেকে অনলাইনে উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। যা ‘হিন্দুস্তান টাইমস বাংলা’ থেকে দেখা যাবে (হিন্দুস্তান টাইমস বাংলায় উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখার ডিরেক্ট লিঙ্ক – এখানে ক্লিক করুন)।
রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ‘অ্যানসার কি’ কীভাবে দেখতে হবে?
১) পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের (WBJEE) অফিসিয়াল ওয়েবসাইট wbjeeb.in-তে যেতে হবে।
২) হোমপেজেই 'Examination' আছে। তাতে 'WBJEE' দেখতে পাবেন পরীক্ষার্থীরা। তাতে ক্লিক করতে হবে।
৩) নয়া একটি পেজ খুলে যাবে। সেখানে 'Answer Key View and Challenge for WBJEE-2024' আছে। তাতে ক্লিক করতে হবে।
৪) নতুন একটি পেজ খুলে যাবে। উপরেই লেখা আছে 'Registered Candidates Sign-In'। তারপর নিজের অ্যাপ্লিকেশন নম্বর, পাসওয়ার্ড এবং সিকিউরিটি পিন লিখে 'Sign In' করতে হবে। তাহলেই রাজ্য জয়েন্ট পরীক্ষার ‘অ্যানসার কি’ দেখতে পাবেন পরীক্ষার্থীরা।
রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ‘অ্যানসার কি’ দেখার ডিরেক্ট লিঙ্ক- ক্লিক করুন এখানে
জয়েন্টের ‘অ্যানসার কি’ চ্যালঞ্জের জন্য কত টাকা লাগবে?
পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার (৯ মে) রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ‘অ্যানসার কি’ চ্যালেঞ্জ করা যাবে। প্রতিটি প্রশ্নের জন্য ৫০০ টাকা লাগবে। যে টাকাটা ফেরত দেওয়া হবে না। নেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা ইউপিআইয়ের মাধ্যমে টাকা দিতে হবে।
কবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে?
রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে, তা নিয়ে আপাতত পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে কিছু জানানো হয়নি। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ‘অ্যানসার কি’ চ্যালেঞ্জ প্রক্রিয়া শেষ হওয়ার পরে চূড়ান্ত ‘অ্যানসার কি’ প্রকাশিত হবে। তারপর রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার রেজাল্ট প্রকাশ করবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।