দার্জিলিং বেড়াতে গিয়েছিলেন তৃণমূলের তরুণ তুর্কি নেতা দেবাংশু ভট্টাচার্য। বর্ষাকালে মেঘে ঢাকা দার্জিলিং একেবারেই অন্যরকম। অনেকেই যান, তিনিও গিয়েছেন। এরপর রাস্তার পাশে গাড়িতে ঠেসান দিয়ে দাঁড়িয়ে একটি নির্ভেজাল ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু তাতেও রক্ষে নেই। একেবারে প্রশ্নবাণ উড়ে আসছে তাঁর দিকে। এক নেটিজেন সেই ছবি দেখে প্রশ্ন করেছেন, সোর্স অফ ইনকাম?
সাদা রঙের একটা বেশ বড়সর গাড়ি। বিলাসবহুলই বলা যায়। তাতে হেলান দিয়ে দাঁড়িয়ে দেবাংশু।
ক্যাপশানে তিনি লিখেছেন,
মন ভরা যত দ্বেষ, দাবদাহ
হিংসা বাগায় তীক্ষ্ম শিং
হাজার এমন নরকের মাঝে
আমার হৃদয় দার্জিলিং।
লিখেছেন দেবাংশু।
তবে দেবাংশু ভট্টাচার্য হাজার এমন নরকের মাঝে বলতে গিয়ে ঠিক কী বলতে চেয়েছেন সেটা নিয়েও কৌতুহল রয়েছে অনেকের। তবে সেই সঙ্গেই প্রশ্ন, তৃণমূল নেতার সোর্স অফ ইনকাম কী? সোশ্যাল মিডিয়া কার্যত মোক্ষম প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন এক নেটিজেন। তবে যাবতীয় রহস্যভেদ করেছেন দেবাংশু নিজেই। কোথা থেকে তাঁর ইনকাম, অর্থাৎ আয়ের উৎস কী সেটা তিনি নিজেই জানিয়ে দিয়েছেন। তবে এতে যে ধোঁয়াশা পুরোপুরি কেটেছে এমনটা নয়।
তিনি তৃণমূলের মুখপাত্র। সেই সঙ্গেই তিনি আইটি ইনচার্জ। স্বাভাবিকভাবেই জনগণের কৌতুহল এসব করে কি আয় হয়? মানে চাকরি, ব্যবসা থেকে আয় হয় বলে শোনা যায়। কিন্তু দেবাংশুর ইনকামের উৎসটা কী? সেটাই জানতে চেয়েছিলেন এক নেটিজেন।
অর্থাৎ তৃণমূল নেতার আয়ের উৎস জানতে চেয়েছেন তিনি। সেই প্রশ্নের উত্তরে দেবাংশু কী বলেছেন জানেন?
দেবাংশু লিখেছেন,
'Source of Income…
আপনাদের গ্রামার ঠিক করে দিই। এটাই আমার রোজগার।'
জবাব দিয়েছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। তবে তারপর যে নেটিজেনরা থেমে গিয়েছেন এমনটা নয়। একেবারে প্রবল উদ্যম নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। নানা ধরনের মন্তব্য ভেসে আসছে ফেসবুকের পাতায়।
তবে গ্রামার ঠিক করে দিয়ে কীভাবে ইনকাম হয় সেটা অবশ্য বুঝতে পারছেন না অনেকেই।