বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Baruipur Incident: পুকুরে ভাসছে বারুইপুর আদালতের আইনজীবীর দেহ, রহস্যমৃত্যুর নেপথ্যে কী?

Baruipur Incident: পুকুরে ভাসছে বারুইপুর আদালতের আইনজীবীর দেহ, রহস্যমৃত্যুর নেপথ্যে কী?

মৃত আইনজীবীর নাম সঞ্জয় মিত্র।

বারুইপুর আদালতের আইনজীবী ছিলেন সঞ্জয় মিত্র। এই আইনজীবী প্রত্যেকদিনের মতোই মঙ্গলবার সকালে আদালতে বেরিয়ে যান। সন্ধ্যার পর বাড়ি না ফেরায় চিন্তায় পড়ে পরিবার। তাঁকে একাধিকবার ফোন করা হলেও বন্ধ পান বাড়ির সদস্যরা। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর রাতে না ফেরায় থানায় নিখোঁজের অভিযোগ জানিয়েছিলেন সঞ্জয়ের পরিবার।

বারুইপুর আদালতের আইনজীবী বাড়ি ফেরেননি। তবে কথা ছিল সন্ধ্যার মধ্যেই বাড়ি ফিরে আসেন তিনি। মঙ্গলবার নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও ফেরেননি। পরিবারের সদস্যরা খোঁজখবর শুরু করেন। মোবাইল ফোন বাজছিল না। আর বুধবার সকালেই বাড়ির অদূরের পানাপুকুর থেকে উদ্ধার হল সেই আইনজীবীর দেহ। এই ঘটনাটি ঘটেছে বারুইপুরে। আর এই আইনজীবীর রহস্যমৃত্যুতে আলোড়ন পড়ে গিয়েছে। মৃত আইনজীবীর নাম সঞ্জয় মিত্র। পরিবার অবশ্য খুনের অভিযোগ তুলেছে। তাই তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।

ঠিক কী ঘটেছে বারুইপুরে?‌ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বারুইপুর আদালতের আইনজীবী ছিলেন সঞ্জয় মিত্র। এই আইনজীবী প্রত্যেকদিনের মতোই মঙ্গলবার সকালে আদালতে বেরিয়ে যান। সন্ধ্যার পর বাড়ি না ফেরায় চিন্তায় পড়ে পরিবার। তাঁকে একাধিকবার ফোন করা হলেও বন্ধ পান বাড়ির সদস্যরা। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর রাতে না ফেরায় থানায় নিখোঁজের অভিযোগ জানিয়েছিলেন সঞ্জয়ের পরিবার।

আর কী জানা গিয়েছে?‌ এই নিখোঁজের অভিযোগ পেয়ে আইনজীবীর খোঁজে নামেন পুলিশ কর্মীরা। আজ, বুধবার সকালে বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে মাঝেরহাটের কাছে একটি পানাপুকুর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। জলের মধ্যেই পড়েছিল তাঁর মোটরবাইকটি। মোটরবাইকের নীচেই রীতিমতো চাপা পড়ে ছিল আইনজীবী সঞ্জয় মিত্রের দেহ।

পুলিশ কী তথ্য পেয়েছে?‌ পুলিশ সূত্রে খবর, এদিন ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর থানার পুলিশ। ডুবুরি নামিয়ে দেহটি উদ্ধার করা হয়। সঞ্জয়ের পরিবারের সদস্যরা দেহটি শনাক্ত করেন। মৃতের মুখে রক্ত লেগে ছিল। সঞ্জয়ের সঙ্গে কারও কোনও শত্রুতা ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। পুরনো শত্রুতার জেরেই এই খুন বলে মনে করা হচ্ছে। মোটরবাইকের নীচেই ছিল আইনজীবী সঞ্জয় মিত্রের দেহ। মুখে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মৃতদেহ উদ্ধার করে বারুইপুর হাসপাতালে এনেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।

বন্ধ করুন