বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Left-BJP alliance: মহিষাদলে ধাক্কা খেল নন্দকুমার মডেল, সমবায় ভোটে ভরাডুবি বাম-বিজেপি জোটের

Left-BJP alliance: মহিষাদলে ধাক্কা খেল নন্দকুমার মডেল, সমবায় ভোটে ভরাডুবি বাম-বিজেপি জোটের

একই জেলার নন্দকুমার-বহরমপুর সমবায় সমিতির নির্বাচনে জেতে বাম-বিজেপি জোট।

কেশবপুর সমবায় সমিতির মোট ৭৬টি আসনের মধ্যে একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগে জিতে যায় তৃণমূল। রবিবার বাকি ৭৫টি আসনে ভোটগ্রহণ হয়। এর পর বিকাল চারটে নাগাদ ভোট গণনা শুরু হয়।

জোট গড়ে নন্দকুমারে সমবায় সমিতির ভোটে সাফল্য এলেও পূর্ব মেদিনীপুরের মহিষাদলে সাফল্য পেল না বাম-বিজেপি। ভোটে তৃণমূলের কাছে কার্যত ভরাডুবি হয়েছে জোটের। মহিষাদল কেশবপুর সমবায় সমিতির ৭৫টি আসনের মধ্যে ৬৯টিতে জয়লাভ করেছে তৃণমূল সমর্থিত প্রার্থীরা। অন্য দিকে বাম-বিজেপি জোট পেয়েছে ৭টি আসন। সূত্রের খবর, বিরোধীদের দাবি মেনে তিনটি আসনে পুনর্গণনা হচ্ছে।

কেশবপুর সমবায় সমিতির মোট ৭৬টি আসনের মধ্যে একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগে জিতে যায় তৃণমূল। রবিবার বাকি ৭৫টি আসনে ভোটগ্রহণ হয়। এর পর বিকাল চারটে নাগাদ ভোট গণনা শুরু হয়। শুরুতেই ২৭টি আসন শাসকদল জিতে যায়। পরে সেই ব্যবধান আরও বাড়ে। চূড়ান্ত ফল প্রকাশের পর দেখা যায় ৬৯টি আসন জিতে নিয়েছে তৃমমূল সমর্থিত প্রার্থীরা। বিরোধী জোট পেয়েছে ৭টি আসন। তিনটি আসনে ফের গণনার দাবি তোলে বিরোধী জোট।

ফলপ্রকাশের পর স্থানীয় তৃণমূল নেতা তরুণকান্তি মণ্ডল বলেন,‘আমরা প্রথমেই বলেছিলাম বাম বিজেপির অশুভ জোট পরাজিত হবে। ওরা বিপুল ভোটে পরাজিত হয়েছে। এ রকম যত জোট করবে তত ওরা ধরাশায়ী হবে।’

প্রসঙ্গত, এই জোট হয়েছিল সিপিআইয়ের সঙ্গে বিজেপির। একে কটাক্ষ করে সিপিএম জেলা সম্পাদক নিরঞ্জন সিহি বলেন, সিপিএম নেই বলেই এমন ফল হল।সিপিএম থাকলে অন্য ফল হত।

কয়েকদিন আগে একই জেলার নন্দকুমার-বহরমপুর সমবায় সমিতির নির্বাচনে জেতে বাম-বিজেপি জোট। সেই জোট হয়ছিল মূলত সিপিএম ও বিজেপির মধ্যে। সমবায় সমিতির ৬৩টি আসনের মধ্যে সব কটিতেই জয়লাভ করে জোট। এই মডেলকে কেন্দ্র করে জোর রাজনৈতিক চর্চা শুরু হয়—তবে কি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে পথ দেখাল নন্দকুমার?পরবর্তীকালে মহিষাদলের সমবায় সমিতির নির্বাচনের মডেল মেনে প্রার্থী দেয় সিপিআই-বিজেপি। কিন্তু এখানে কার্যত ভরাডুবি হল জোটের।

বাংলার মুখ খবর

Latest News

‘ক্যানসারের চিকিৎসা রোগটার থেকেও…', মৃত্যর সঙ্গে প্রতি মুহূর্তে লড়াই, অকপট কিরণ টেস্টে কিন্তু আমি এত বাউন্স করি না- ৪ উইকেট নিয়ে কী বললেন জসপ্রীত বুমরাহ? 'প্রতিবাদ করতে হলে কলকাতায় যান, রাস্তায় নামুন, এখানে সকলে গান শুনতে এসেছেন' বিক্রান্ত মাসে ‘দ্য সবরমতী রিপোর্ট’-এর মুক্তির নতুন দিন ঘোষণা! কীসের ভিত্তিতে জামিন পেলেন কেষ্ট? ফিরবেন অনুব্রত, বীরভূমে মিষ্টিমুখ, আবীর খেলা সৃজিত এত্ত প্রেম করেছে যে অস্কার পেতে পারে, তবে তাতে কাজ পাওয়া যায় না: স্বস্তিকা অভিমন্যু ঈশ্বরন থেকে অভিষেক পোড়েল, বাংলার দুই তারকার ব্যাটে জমে উঠল দ্বিতীয় দিন মমতার পালটা, বাংলা থেকে যাওয়া যাত্রীবাহী গাড়ি ঝাড়খণ্ডে আটকালেন বাসিন্দারা ডাব চিংড়ি তো খেলেন অনেক, এবারে দুর্গাপুজোয় খেয়ে দেখুন ডাব পনির পুজোর বাজার কাঁপাচ্ছে ‘জিমিচুর’, কী বিশেষত্ব এই শাড়ির

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.