ট্রেনের রেস দেখতে ভালো লাগে না, এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। রাজধানী এক্সপ্রেসের সঙ্গে সাধারণ কোনও এক্সপ্রেস ট্রেন হোক বা শতাব্দী এক্সপ্রেসের সঙ্গে বন্দে ভারতের এক্সপ্রেসের রেস হোক - তাতে কে জিতল, সেটা জানতে মুখিয়ে থাকেন অনেকেই। আর এবার লোকাল ট্রেনের সঙ্গে বন্দে ভারত এক্সপ্রেসের ‘রেস’-র মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-র অ্যাকাউন্ট @dronemanYT-তে সেই ভিডিয়ো পোস্ট করা হয়। ড্রোনের মাধ্যমে তোলা হয়েছে সেই ‘রেস’-র ভিডিয়ো। যে দৃশ্যটা দেখলে চোখ জুড়িয়ে যাবে আপনার। ভিডিয়োটি আবার পশ্চিমবঙ্গেরই কোলাঘাটে তোলা হয়েছে বলে দাবি করা হয়েছে।
সেই ‘রেস’-এ শেষপর্যন্ত কে জিতল?
ওই ভিডিয়োয় দেখা গিয়েছে যে বাঁ-দিকের লাইন দিয়ে একটি বন্দে ভারত এক্সপ্রেস ছুটে চলেছে। কিছুক্ষণ পরে ডানদিক থেকে একটি লোকাল ট্রেন চলে আসে। বন্দে ভারত এক্সপ্রেসকে টপকে যায় সেই লোকাল ট্রেন। তখন অবশ্য দুটি ট্রেন সমান্তরালভাবে চলছিল না। একদম সোজা লাইন ছিল লোকাল ট্রেনের। বন্দে ভারতের লাইনটা কিছুটা বাঁকা ছিল।
সেই অংশটা পেরিয়ে একবার দুটি ট্রেন সমান্তরাল জায়গায় (পাশাপাশি) আসতেই নিজের আসল ক্ষমতা দেখায় বন্দে ভারত এক্সপ্রেস। চোখের নিমেষে টপকে পেরিয়ে যায় লোকাল ট্রেনকে। হু হু করে লোকাল ট্রেনকে পেরিয়ে যায় বন্দে ভারত এক্সপ্রেস। যা ভারতের প্রথম সেমি হাইস্পিড ট্রেন। যা সর্বোচ্চ ১৮০ কিলোমিটার বেগে ছুটতে পারে। আপাতত ওই লাইনে সর্বোচ্চ ১৩০ কিমি বেগে দৌড়ানোর অনুমতি দিয়েছে রেল।
তবে ওই ভিডিয়ো কবে তোলা হয়েছে, সেটা জানানো হয়নি। তাছাড়া সেটি কোন বন্দে ভারত এক্সপ্রেস ছিল, তাও জানাননি ওই নেটিজেন। যেহেতু কোলাঘাটে ‘রেস’ হচ্ছিল, তাই সেটি রাঁচি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস বা পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের মধ্যে যে কোনও একটি হবে। আর দিনের আলো থেকে স্পষ্ট হয়ে গিয়েছে যে ওটা আদতে রাঁচি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। কারণ পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস যখন কোলাঘাট পার করে, তখন সন্ধ্যা নেমে যায়।