দল তাঁকে সেন্সর করেছে। অর্থাৎ দলের গাইডলাইনের বাইরে গিয়ে কোনও মন্তব্য করা যাবে না। কাউকে ব্যক্তি আক্রমণ করা যাবে না। কিন্তু দলের গাইডলাইনে তো রয়েছে মানুষের পাশে থেকে সেবা করা যাবে। এবার সেই গাইডলাইন মেনে সকলকে চমকে দিলেন বাঁকুড়ার বিষ্ণুপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল। এই লোকসভা কেন্দ্রে এবার প্রাক্তন স্বামী–স্ত্রীর লড়াই হচ্ছে। বিজেপির প্রার্থী হয়েছেন বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁ। আর তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল কংগ্রেসে সুজাতা মণ্ডল। পথেঘাটে জোরদার ভোটের প্রচার চলছে। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছেড়ে দিতে নারাজ। আর সেখানেই দেখা গেল চমকে দেওয়ার মতো প্রচার।
এদিকে কদিন আগেই সুজাতার প্রাক্তন স্বামী সৌমিত্র প্রচারে বেরিয়ে চমক দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতাকে রাস্তায় পায়ে হাত দিয়ে প্রণাম করে। এবার পাল্টা দিলেন সুজাতাও। কোতুলপুরে হঠাৎ করে এক সেলুনে ঢুকে পড়লেন সুজাতা মণ্ডল। তখন সেখানে চুল কাটতে এসেছেন এলাকার এক যুবক। প্রার্থী সুজাতাকে দেখে তিনি চমকে যান। তবে হেসে কথা বলেন। কারণ এভাবে দেখা হবে ভাবেননি। কিন্ত চমকের তখনও বাকি ছিল। এরপরই কাঁচি ও চিরুনি হাতে তুলে নেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। আর চুল কেটে দিলেন ওই যুবকের। যা দেখলেন সকলে।
আরও পড়ুন: রাজ্যপালের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ, বোসের বিরুদ্ধে ফোঁস করল তৃণমূল
অন্যদিকে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যের ৪২ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দেয় তৃণমূল কংগ্রেস। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বাঁকুড়া বিষ্ণুপুর কেন্দ্রটি হাতছাড়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের। এই কেন্দ্রে জিতেছিলেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। এবার প্রাক্তন স্ত্রীকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করে দেওয়ায় কেন্দ্রটি নজরকাড়া হয়ে উঠেছে। তার উপর সুজাতা মণ্ডলের দেদার প্রচার ভাবিয়ে তুলেছে বিজেপি প্রার্থীকে। এবার জেতা যে এত সহজ নয় তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন সৌমিত্র খাঁ। এমন আবহে সেলুনে ঢুকে চুল কেটে দেওয়া দেখে তাক লেগে গিয়েছে সকলের। সেলুনের নাপিতও চমকে গিয়েছেন।
এছাড়া বিষ্ণুপুরে এবার টাফ ফাইট হবে সেটা সকলেই বুঝতে পারছেন। তবে আগের বারের থেকে এবার অনেকটা এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। কারণ লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বেড়েছে। একশো দিনের কাজের দু’বছরের টাকা রাজ্য সরকার মিটিয়ে দিয়েছে। যা দেওয়ার কথা কেন্দ্রীয় সরকারের। আর তার সঙ্গে জল, আলো, রাস্তার উন্নয়ন তো রয়েছেই। সেখানে কেন্দ্রীয় সরকারের কাজ তেমন চোখে পড়ার মতো নেই। এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে ভোট ষষ্ঠ দফায় হবে। অর্থাৎ ২৫ মে। এই আবহে ভোটের প্রচার করতে গোটা এলাকা কার্যত চষে বেড়াচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাত মণ্ডল। কোতুলপুরে হঠাৎ একটি সেলুনে ঢুকে পড়েন তিনি। কাঁচি ও চিরুনি হাতে চুল কেটে দেন যুবকের। যা নিয়ে জোর আলোচনা হচ্ছে।