বাংলা নিউজ > বিষয় > Vote campaign
Vote campaign
সেরা খবর
সেরা ভিডিয়ো
#loksabhaelection2024 #congress #bjp #ibrahimqadri #ShahRukhKhan মহারাষ্ট্রের সোলাপুর, সেখানে কংগ্রেসের হয়ে ভোটে লড়ছেন প্রণীতি শিন্ডে। বৃহস্পতিবার তাঁরই হয়ে ভোটপ্রচারে নেমেছিলেন যিনি, তাঁকে দেখে চমকে উঠেছিলেন অনেকেই। এক ঝলক দেখেই তাঁকে মনে হবে, একী শাহরুখ নাকি? আজ্ঞে নাহ, তিনি কিংখান শাহরুখ নন। তবে অবিকল তাঁরই মতো দেখতে এক ব্যক্তি। শাহরুখ আর তাঁকে পাশাপাশি দাঁড় করিয়ে দিলে কোনটা আসল, আর কোনটা নকল তা চিনতে গিয়ে হোঁচট খেতে হবে। সোলাপুরে কংগ্রেস প্রার্থী প্রণীতি শিন্ডের হয়ে অবিকল শাহরুখ খানের মতো দেখতে ব্যক্তির প্রচারের ভিডিও ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।