লোকসভা ভোটকে পাখির চোখ করে যখন দেশের প্রায় সমস্ত বিরোধী দল এক ছাতার তলায় আসার চেষ্টা করছে তখন বিজেপির হাত ধরে তৃণমূলকে রুখে দিল বামেরা। ফের একবার লাল আবির উড়ল সমবায় নির্বাচনে। বুধবার পূর্ব মেদিনীপুরের মহিষাদলে সমবায় নির্বাচনে রামধনু জোটের। বিরোধী জোটকে কড়া টক্কর দিয়েও হার মানতে হল শাসক তৃণমূলকে।
মঙ্গলবার ছিল মহিষাদলের অমৃতবেড়িয়া কৃষি কল্যাণ সমবায় লিমিটেড ভোটগ্রহণ। ফল প্রকাশ হলে দেখা যায় বাম গণতান্ত্রিক প্রগতিশীল জোট পেয়েছে ৩৫টি আসন। আর তৃণমূল পেয়েছে ২৮টি। বিরোধী জোটে বিজেপির কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে বলে মেনে নিয়েছেন বাম নেতাই। তবে সমবায় নির্বাচনের সঙ্গে প্রত্যক্ষ রাজনীতিকে জড়াতে রাজি নন তাঁরা।
ফল প্রকাশের পর এক বাম নেতা বলেন, সততা, স্বচ্ছতায় বিশ্বাস করেন এমন সচেতন ব্যক্তিদের নিয়ে বাম জোট তৈরি হয়েছিল। দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে আমরা রুখে দিয়েছি। এর ফলে কৃষকদের অধিকার সুরক্ষিত থাকবে। আমরা স্বচ্ছতার সঙ্গে সমবায় চালাতে প্রতিশ্রুতিবদ্ধ।
পালটা তৃণমূলের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এঁটে উঠতে না পেরে অনৈতিক জোট করেছিল বিরোধীরা। মানুষ তাতে বিভ্রান্ত হয়েছে।