বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > মালদায় আবাস যোজনায় ৫০ হাজার টাকা কাটমানি চাওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

মালদায় আবাস যোজনায় ৫০ হাজার টাকা কাটমানি চাওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

ফাইল ছবি

বিপ্লব ব্যাপারী নামে ওই ব্যক্তির অভিযোগ, মালদার বামনগোলার মদনাবতী গ্রাম পঞ্চায়েতের তেঁতুল মোড়া এলাকায় বাসিন্দা তাঁর মা নির্মলা ব্যাপারীর নাম আবাস যোজনার তালিকায় নথিভুক্ত হয়েছিল।

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে দুর্নীতি ধরতে জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছে কেন্দ্রীয় দল। তবে তাতে যে তোলাবাজি বন্ধ হয়নি, বরং আগের মতোই বেপরোয়া রয়েছে তোলাবাজরা তার প্রমাণ পাওয়া গেল মালদায়। অভিযোগ, আবাস যোজনার ঘরের বিনিময়ে এক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা দাবি করেন তৃণমূলি পঞ্চায়েত প্রধানের স্বামী। টাকা না দেওয়ায় ওই যুবককে মারধর করা হয় বলেও অভিযোগ।

বিপ্লব ব্যাপারী নামে ওই ব্যক্তির অভিযোগ, মালদার বামনগোলার মদনাবতী গ্রাম পঞ্চায়েতের তেঁতুল মোড়া এলাকায় বাসিন্দা তাঁর মা নির্মলা ব্যাপারীর নাম আবাস যোজনার তালিকায় নথিভুক্ত হয়েছিল। এর পর তাঁকে ফোন করে বাড়ি পেতে গেলে ৫০ হাজার টাকা দিতে হবে বলে জানায় পঞ্চায়েত প্রধানের স্বামী পিন্টু রায়। কিন্তু টাকা দিতে রাজি হননি তিনি। এর পর দলবল নিয়ে পিন্টু রায় তাঁকে হুমকি দেন। তার পরও টাকা না দেওয়ায় তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এমনকী থানায় অভিযোগ জানাতে গিয়েও তিনি হামলার শিকার হন বলে জানিয়েছেন যুবক।

আক্রান্ত বিপ্লব ব্যাপারীর দাবি, অভিযোগ তুলে নেওয়ার জন্য তাঁর ওপর চাপ তৈরি করছেন পিন্টু। যার জেরে মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবের কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি।

অভিযোগ অস্বীকার করে পিন্টু প্রধান জানিয়েছেন, ‘আমি টাকা চেয়েছি তার কোনও প্রমাণ থাকলে প্রকাশ্যে আনুক। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।’

জেলার তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, ‘কেউ যদি টাকা নিয়ে থাকে তদন্ত হবে। এসব করার অনুমতি দল কাউকে দেয়নি।’

 

বন্ধ করুন