মালদায় ২ মহিলাকে বিবস্ত্র করে গণধোলাই ও তার পর তাঁদের বিরুদ্ধেই থানা ভাঙচুরের অভিযোগ তুলে জেলে ভরার ঘটনায় রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও মালদার SPকে শো কজ করল জাতীয় মানবাধিকার কমিশন। কেন নির্যাতিতাদের ৩ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়েছে কমিশন। সঙ্গে এই ঘটনায় বিভাগীয় তদন্ত কোন পর্যায়ে রয়েছে তাও জানাতে বলা হয়েছে। ৬ সপ্তাহের মধ্যে দিতে হবে জবাব।
গত ১৮ জুলাই মালদার বামনগোলা থানা এলাকার পাকুয়াহাটে চুরির অপবাদ দিয়ে ২ মহিলাকে বিবস্ত্র করে মারধর করা হয়। এর পর তাদের বিবস্ত্র অবস্থায় নালাগোলা ফাঁড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হয়। সেখানে নির্যাতিতাদের বিরুদ্ধেই থানা ভাঙচুরের অভিযোগ দিয়ে তাদের পরদিন গ্রেফতার করে পুলিশ। ৭ দিন জেলবন্দি থাকার পর মুক্তি পান তাঁরা। এই ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের কাছে অভিযোগ জানিয়েছিলেন মালদা উত্তরের বিজেপির জেলা সভাপতি উজ্জ্বল দত্ত।
এদিন তিনি বলেন, ‘পুলিশ সুপার কিছু ঢাকার চেষ্টা করছেন। সেটা জাতীয় মানবাধিকার কমিশন বুঝতে পেরেছে। তাই সবাইকে শো-কজ করেছে। টাকা বড় কথা নয়। কিন্তু টাকাটা ওদের দরকার। কিন্তু এই টাকায় হারানো সম্মান আর ফিরবে না।’