জলের নিচে জুবে বসে রয়েছেন সকলে, সেখানেই তাক করা রয়েছে ক্যামেরা। এটা 'কৃষ্ণা মোহিনী' সিরিয়ালের সেটের ছবি। জলের নিচে নেমেই শট দিতে হত 'কৃষ্ণা' ওরফে অভিনেত্রী দেবত্তমা সাহাকে। কৃষ্ণার সঙ্গে দেখা গেল আযুষ্মানকে। যে চরিত্রে কিনা অভিনয় করছেন অভিনেতা ফাহমান খান।
এদিকে জলে আবার মারাত্মক ভয় পান অভিনেত্রী দেবত্তমা সাহা। তিনিই এই ধারাবাহিকের মুখ। তাই শট তাঁকে দিতেই হত। ফাহমানের হাত ধরে জলে ডুব দিয়ে শটও দিবেন দেবত্তমা। সেই মুহূর্তটিই উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।
নিজের চরিত্রের প্রসঙ্গে কথা বলতে গিয়ে দেবত্তমা বলেন, ‘কৃষ্ণার চরিত্রটির বিভিন্ন স্তর রয়েছে। আর তার মধ্যে একটি হল তার উগ্র মনোভাব। তবে দৃশ্যটি আমাকে নদীতে ঝাঁপ দিতে বাধ্য করেছি।, আমি প্রথমে জলের ভয়ে ইতস্তত করছিলাম। যাইহোক চরিত্রের জন্য আমাকে এই ভয়ের সাথে লড়াই করতে হয়েছিল। একটা বর্মের সাহায্য নিয়ে জোতা আমি লাফ দিয়েছিলাম।’
আরও পড়ুন-ফুলকির মেকআপ রুমে তখন উলুধ্বনি! ফের আইবুড়ো ভাত খেলেন কৌশাম্বি, নায়ক অভিষেককে করলেন প্রণাম
দেবত্তমা সাহা আরও বলেন, ‘এরপর আমি নিজের কৃতিত্বের জন্য দারুণ একটা কিছু অনুভব করেছিলাম। পরিচালক এবং আমার সহ-অভিনেতারা আমার সাহসের প্রশংসা করেন। এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে ভয়ের মোকাবিলা করার শক্তি জুগিয়েছে। আমি তৃপ্তি পেয়েছি। যা পর্দায় অর্থপূর্ণ কিছু তৈরি করার জন্য সাহায্য করবে।’
ধারাবাহিকটি কৃষ্ণার গল্প বলে, যিনি তার ভাই মোহনের সুখকে সবকিছুর উপরে অগ্রাধিকার দেন। 'কৃষ্ণা মোহিনী' ধারাবাহিকটি কালারস-এ প্রচারিত হয়।
সম্প্রতি, ইটাইমস-কে দেওয়া সাক্ষাৎকারে দেবত্তমা তাঁর মাকে নিজের সমস্ত সাফল্যের কৃতিত্ব দিয়েছিলেন। একইভাবে সাফল্যের জন্য নিজের পরিবারকে কৃতিত্ব দেন অভিনেতা ফাহমান খান। ফাহমান খান নিজের বাবা-মা এবং প্রয়াত ভাই ফারাজ খানের নাম নেন। দুই অভিনেতাই সাক্ষাৎকারে নিজেদের পরিবার সম্পর্কে কথা বলেন। জানান, পরিবার তাঁদের কর্মজীবনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।