বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > 'মুখ্যমন্ত্রীর চেয়ার নিয়ে লড়বে পিসি-ভাইপো', তৃণমূলকে নিয়ে পূর্বাভাস সুকান্তর

'মুখ্যমন্ত্রীর চেয়ার নিয়ে লড়বে পিসি-ভাইপো', তৃণমূলকে নিয়ে পূর্বাভাস সুকান্তর

সুকান্ত মজুমদার (ছবি সৌজন্যে এএনআই) (HT_PRINT)

মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রে পাঠিয়ে নাকি রাজ্যের ক্ষমতা দখল করতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনই অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রে পাঠিয়ে নাকি রাজ্যের ক্ষমতা দখল করতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনই অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রবিবার গোসাবা উপনির্বাচনের প্রচারে গিয়ে সুকান্ত অভিযোগ করেন, মমতাকে দিল্লি পাঠানোর তাগিদের নেপথ্যে আসলে অভিষেকের কুর্সির লোভ। তৃণমূল যদিও বিজেপিকে পালটা তোপ দেগে নিজেদের অন্তর্দ্বন্দ্ব মেটানোর পরামর্শ দিয়েছে।

রবিবার সুকান্ত বলেন, 'পিসিকে দিল্লি পাঠানোর ইচ্ছে যতটা, তার থেকেও বেশি ইচ্ছে নিজে এই রাজ্যের ক্ষমতায় বসার। রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ার নিয়ে শীঘ্রই লড়াই শুরু হবে পিসি-ভাইপোর মধ্যে।' উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়ের পর থেকেই অভিষেকের নজর গিয়ে পড়েছে বিভিন্ন রাজ্যে। ত্রিপুরা, গোয়া, অসমের মতো রাজ্যে নিজেদের পা ফেলছএ তৃণমূল। সেখানে বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে মোদী বিরোধী মুখ হিসেবে মমতাকে তুলে ধরা হচ্ছে। এর আগে নির্বাচনী প্রচারে গিয়েও অভিষেককে বলতে শোনা গিয়েছিল, 'কাশ্মীর থেকে কন্যাকুমারী আওয়াজ উঠেছে, দেশ কা নেত্রী ক্যায়সি হো, মমতাদিদি য্যায়সি হো।'

এদিকে রবিবার গোসাবা বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী পলাশ রানার সমর্থনে পায়ে হেঁটে মিছিল করেন সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মিছিল শেষে সভায় বক্তব্য রাখেন দিলীপ ঘোষও। সেখানে দলবদলুদের একহাত নেন দিলীপ ঘোষ। বলেন, 'গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে অনেক বাজে লোক ঢুকেছিল। ক্ষমতার লোভে এসেছিলেন তাঁরা। বিজেপি ক্ষমতায় আসতে পারেনি বলে তাঁরা আবার পালিয়ে গিয়েছেন। ভালো হয়েছে, বিদায় হয়েছে। বিজেপি দূষণমুক্ত হয়েছে।'

 

বন্ধ করুন