বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ডাম্পারের পিছনে ধাক্কা বিধায়কের গাড়ির, আহত দেবপ্রসাদ বাগ

ডাম্পারের পিছনে ধাক্কা বিধায়কের গাড়ির, আহত দেবপ্রসাদ বাগ

দেবপ্রসাদ বাগ। ফাইল ছবি

তবে এই ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে মানতে নারাজ বিধায়ক। তাঁর দাবি, ডাম্পারটি যে ভাবে হঠাৎ ব্রেক কষে তাঁর গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েছে তা উদ্দেশপ্রণোদিত।

পথ দুর্ঘটনায় আহত পূর্ব বর্ধমানের কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ। বৃহস্পতিবার কালনা থেকে সড়কপথে বিধানসভা যাওয়ার সময় দুর্ঘটনাগ্রস্ত হয় তাঁর গাড়ি। বিধায়কের মাথায় চোট লেগেছে। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর।

বৃহস্পতিবার ২ নিরাপত্তারক্ষীকে নিয়ে কালনা থেকে কলকাতায় বিধানসভায় আসছিলেন দেবপ্রসাদবাবু। হুগলির করলা মোড়ের কাছে তাঁর গাড়ি একটি দাঁড়িয়ে থাকা ডাম্পারকে পিছন থেকে ধাক্কা মারে। গাড়ির সামনের আসনে বসেছিলেন দেবপ্রসাদবাবু। তাঁর মাথায় চোট লাগে। ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনার পর কালনায় ফিরে যান বিধায়ক। সেখানে হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

তবে এই ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে মানতে নারাজ বিধায়ক। তাঁর দাবি, ডাম্পারটি যে ভাবে হঠাৎ ব্রেক কষে তাঁর গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েছে তা উদ্দেশপ্রণোদিত। এই ঘটনার পিছনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন তিনি। ঘটনার বিস্তারিত তদন্তের দাবি তুলেছেন দেবপ্রসাদবাবু।

 

বন্ধ করুন